Om Prakash Mishra | CV Ananda Bose: রাজ্যপালের নির্দেশে তদন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে!
রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্যকে এই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্ত করতে বলেছেন। তাঁর বিরুদ্ধে যে মূল অভিযোগগুলি উঠছে তা হল দুর্নীতি এবং নিয়ম না মেনে সিদ্ধান্ত নেওয়া।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দশ দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তী উপাচার্যকে।
রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্যকে এই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্ত করতে বলেছেন। তাঁর বিরুদ্ধে যে মূল অভিযোগগুলি উঠছে তা হল দুর্নীতি এবং নিয়ম না মেনে সিদ্ধান্ত নেওয়া।
আরও পড়ুন: Sovan Chatterjee and Ratna Chatterjee: আদালতে তীব্র বাদানুবাদ শোভন-রত্নার, চুপ থাকলেন না বৈশাখীও!
যদিও এখনও স্পষ্ট নয় যে কী দুর্নীতি এবং অনিয়মের কারণে তদন্ত হবে প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে। কিন্তু যার বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ, সেই ওমপ্রকাশ মিশ্র নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে বর্তমান উপাচার্যদের নিয়োগ করছেন একতরফাভাবে তাঁর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন এবং আগামী সোমবার তিনি এই বিষয়ে অন্যান্য বেহ কিছু উপাচার্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন। সেই কারণেই প্রতিহিংসাবশত তাঁকে ঘিরে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: মোট ১,১৩৭ কোম্পানি বাহিনীতে পঞ্চায়েত ভোট!
সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হন ওমপ্রকাশ মিশ্র। ৩ মাস দায়িত্বে ছিলেন তিনি। রাজ্যের সুপারিশ মেনে নিয়োগে অনুমতি দিয়েছিলেন আচার্য। তাহলে? সূত্রের খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য থাকাকালীন ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে দুর্নীতি, বেনিয়ম-সহ যাবতীয় অভিযোগেরই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদাধিকারী তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য।
এর আগে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তখন সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখান টিএমসিপি-র সদস্যরা। ওঠে গো-ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, ‘মুখ্যমন্ত্রীকে কিছু না জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল'।