সুরক্ষিত নয় ফৌজির ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতারণার শিকার এবার ফৌজিরাই। দেশকে সুরক্ষা দিলেও তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই সুরক্ষিত নয়। অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রাথমিক তদন্তে পুলিসের সন্দেহ, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক প্রতারণা চক্র। খালি প্রতারণাই উদ্দেশ্য, না ষড়যন্ত্র আরও গভীর। কপালে ভাঁজ প্রতিরক্ষা দফতরের।
কলকাতা: প্রতারণার শিকার এবার ফৌজিরাই। দেশকে সুরক্ষা দিলেও তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই সুরক্ষিত নয়। অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রাথমিক তদন্তে পুলিসের সন্দেহ, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক প্রতারণা চক্র। খালি প্রতারণাই উদ্দেশ্য, না ষড়যন্ত্র আরও গভীর। কপালে ভাঁজ প্রতিরক্ষা দফতরের।
উপকূলরক্ষী বাহিনীর অ্যাসিট্যান্ট কম্যান্ড্যান্ট অভিনন্দন মিত্র। হঠাত্ই তাঁর বেতনের অ্যাকাউন্ট থেকে গায়েব এক লক্ষ ১০ হাজার টাকা।১৬ জুলাই পাঁচ মিনিটের ব্যবধানে দুদফায় সেই টাকা কানাডার একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। টার্গেট কানাডা নামে ওই সংস্থার সঙ্গে অভিনন্দনের কোন যোগ নেই।
তাজ্জবের বিষয়, যে কোনও ব্যাঙ্ক লেনদেনে মোবাইলে একটি ম্যাসেজ আসে। এক্ষেত্রে সেইরকম কোনও এসএমএসও পাননি অভিনন্দন। ওয়ানটাইম পাসওয়ার্ড ছাড়া কী করে এই লেনদেন হল সেটাই প্রশ্ন।
অভিনন্দন একাই নন, গত দশদিনে ঠিক একইভাবে প্রতারিত হয়েছেন বিমানবাহিনীর পঁয়তাল্লিশজন অফিসার সহ ষাট জন ফৌজি। স্টেটব্যাঙ্কের যে অ্যাকাউন্টে তাদের বেতন হয় সেই অ্যাকাউন্ট নিশানা করেছে প্রতারকরা। দুদিন আগেই দিল্লি পুলিসের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছে বিমানবাহিনী। বেছে বেছে সেনা কর্মীদের অ্যাকাউন্টই টার্গেট করা হচ্ছে কেন সেই প্রশ্নের জবাব খুঁজছে তদন্তকারীরা। দেশের সেনা কর্মীদের নিশানা করে বড়ষড়যন্ত্রের আশঙ্কা করছে প্রতিরক্ষা মন্ত্রক।