ED Raid: গেমিং অ্যাপে প্রতারণা! চক্রের খোঁজে শহরে ফের অভিযান ED-র..

উত্তর কলকাতায় কাশীপুর থানার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ, মঙ্গলবার কালিকাপুরের এক অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাটে অভিযান চালান ইডি-র ৬ আধিকারিকরা। 

Updated By: Aug 6, 2024, 06:56 PM IST
ED Raid: গেমিং অ্যাপে প্রতারণা! চক্রের খোঁজে শহরে ফের অভিযান ED-র..

অয়ন ঘোষাল: গেমিং অ্যাপে প্রতারণা? বিদেশে টাকা পাচার? শহরে ফের ইডি-র অভিযান। কালিকাপুরে এক আইনজীবীর বিরুদ্ধে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ করে চলল তল্লাশি।

আরও পড়ুন:  Kolkata Metro: পুজোর আগেই সুখবর! এই স্টেশন পর্যন্ত চলবে মেট্রো, অরেঞ্জ লাইনে বড় আপডেট...

ইডি সূত্রে খবর, অ্যাপটির নাম  ‘ফাই উই'। অনলাইন এই গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা শিকার হয়েছেন মূলত ভারতীয়রাই। কয়েকশো কোটি টাকা পাচার হয়ে গিয়েছে বিদেশে। কীভাবে? অনলাইনে গেম খেলার জন্য প্রথমে ন্যূনতম টাকা বিনিয়োগ করতে বলা হত। জিতলে মিলত পুরস্কারও। যাঁরা অ্যাপটি ব্যবহার করতেন, তাঁদের গেম খেলার জন্য বিনিয়োগ করতে হত প্রতিবারই। এরপর বিনিয়োগের পরিমাণ যখন লক্ষাধিক টাকায় পৌঁছে যেত,  তখন পুরস্কারের টাকা তুলতে গেলেই ব্লক দেওয়া হত। হাতিয়ে নেওয়া হয় বিনিয়োগ করা টাকাও!

উত্তর কলকাতায় কাশীপুর থানার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ, মঙ্গলবার কালিকাপুরের এক অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাটে অভিযান চালান ইডি-র ৬ আধিকারিকরা। 

আরও পড়ুন:  Gold Price: ফের বাড়ল সোনার দাম, জেনে নিন কলকাতার দর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.