রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় কমিশন

রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর, মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ এবং সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যালোচনা করতে ভোটের আগে কমিশন প্রয়োজনে আবারও রাজ্যে আসতে পারে।

Updated By: Apr 6, 2014, 10:08 PM IST

রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর, মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ এবং সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যালোচনা করতে ভোটের আগে কমিশন প্রয়োজনে আবারও রাজ্যে আসতে পারে।

সর্বদল বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্যের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দল। এরপর কমিশনের সঙ্গে বৈঠকে বিরোধীদের অভিযোগগুলি নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশন যে সম্পূর্ণ সন্তুষ্ট নয়, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার। নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগের ক্ষেত্রে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচনী বিধিভঙ্গের কোনও অভিযোগ পেলেই নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন হেভিওয়েট রাজনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্যা হলে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে এখনও পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যে অভিযোগগুলি জমা পড়েছে তিনদিনের মধ্যে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ভোট পরিচালনার দাবি ছিল বিরোধীদের। কমিশন জানিয়েছে প্রতি নির্বাচনী কেন্দ্রে দুজন করে সশস্ত্র রক্ষী মোতায়েন হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দার্জিলিংয়ে চল্লিশ কোম্পানি, কোচবিহারে চুয়াল্লিশ কোম্পানি, জলপাইগুড়িতে তিপ্পান্ন কোম্পানি, উত্তর দিনাজপুরে সাতাশ কোম্পানি, মুর্শিদাবাদ পঁচাত্তর কোম্পানি, এবং উত্তর চব্বিশ পরগনায় অষ্টআশি কোম্পানি আধাসেনা মোতায়েন হবে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসার কথা জানিয়েছেন কমিশনের কর্তারা।

.