নজিরবিহীন নিরাপত্তার মধ্যে হতে চলেছে এবারের বিধানসভা ভোট, থাকছে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার আধা সেনা
নজিরবিহীন নিরাপত্তার মধ্যে হতে চলেছে এবারের বিধানসভা ভোট। রাজ্যে আসছে ৭৫ থেকে ৮০ হাজার আধা সেনা। যা এককথায় রেকর্ড। কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের দিন প্রতিটি বুথে সক্রিয় ভূমিকা নেবে কেন্দ্রীয় বাহিনীকে। ভোট কেন্দ্রে থাকবেন কমপক্ষে চার জন করে জওয়ান।
ওয়েব ডেস্ক: নজিরবিহীন নিরাপত্তার মধ্যে হতে চলেছে এবারের বিধানসভা ভোট। রাজ্যে আসছে ৭৫ থেকে ৮০ হাজার আধা সেনা। যা এককথায় রেকর্ড। কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের দিন প্রতিটি বুথে সক্রিয় ভূমিকা নেবে কেন্দ্রীয় বাহিনীকে। ভোট কেন্দ্রে থাকবেন কমপক্ষে চার জন করে জওয়ান।
ভোট কবে, ক-দফায় জানা নেই এখনও। জারি হয়নি বিজ্ঞপ্তি। তার আগেই মোতায়েন আধা সেনা। এককথায় নজিরবিহীন নিরাপত্তায় এবারের বিধানসভা ভোট করতে চলেছে নির্বাচন কমিশন। নিরাপত্তার দায়িত্বে থাকছে রেকর্ড সাড়ে সাতশো থেকে আটশো কোম্পানি আধাসেনা।
অর্থাত্ ভোটে থাকছে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার আধা সেনা।
ইতিমধ্যে রাজ্যে পৌছে গেছে ১০০ কোম্পানি আধা সেনা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু করে দিয়েছেন জওয়ানরা। ১৪ মার্চের মধ্যে আরও ৪০ হাজার আধা সেনা ঢুকবে রাজ্যে। সবকটি জেলাতেই এদের মোতায়েন করা হবে।
বাকি ৩৫ থেকে ৪০ হাজার আধা সেনা থাকবে বুথ পাহারার দায়িত্বে। প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে ৪জন আধাসেনা মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। ভোটের অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এরিয়া ডমিনেশন। জেলায় জেলায় চলছে ফ্ল্যাগমার্চ, রুট মার্চ। ভোটের বিজ্ঞপ্তি জারির অনেক আগে, মূলত ভোটারদের আস্থা অর্জন করতেই, এত আগে আধাসেনা মোতায়েন হয়েছে। জানিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু বিজ্ঞপ্তি জারির এত আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী, ফলে তাদের দায় কার? এ প্রশ্ন উঠছিল। এদিন অবশ্য তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।
ভোটের আগে কার দায়িত্বে আধা সেনা?
বারবারই ভোটে বিরোধীদের তরফে অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনী এলেও, ভোটের দিন মাঠে-ময়দানে দেখা যায় শুধু রাজ্য পুলিসকেই। এবার অবশ্য কেন্দ্রীয় বাহিনী প্রথম থেকেই থাকবে সক্রিয় ভূমিকায়। আশ্বাস দিয়েছে কমিশন।