সিবিআই তদন্তের দাবি তুলল নিহত সঞ্জয় রায়ের পরিবার

বাগুইআটিতে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি তুলল নিহত সঞ্জয় রায়ের পরিবার। ঘটনার ছ-দিন পরও অধরা মূল অভিযুক্তরা। পুলিসি তদন্তে চরম অনাস্থা প্রকাশ করা হয়েছে পরিবারের তরফে। তাঁদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

Updated By: Mar 1, 2016, 08:37 PM IST
সিবিআই তদন্তের দাবি তুলল নিহত সঞ্জয় রায়ের পরিবার

ওয়েব ডেস্ক: বাগুইআটিতে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি তুলল নিহত সঞ্জয় রায়ের পরিবার। ঘটনার ছ-দিন পরও অধরা মূল অভিযুক্তরা। পুলিসি তদন্তে চরম অনাস্থা প্রকাশ করা হয়েছে পরিবারের তরফে। তাঁদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

তৃণমূল কর্মী খুনে, তৃণমূল সরকারেরই পুলিস-প্রশাসনে আস্থা নেই নিহতের পরিবারের। বাগুইআটির জগত্‍পুরে তৃণমূল কর্মী সঞ্জয় রায়কে খুন, গোষ্ঠীদ্বন্দ্বের জের। প্রথম দিন থেকে উঠে আসছে এই অভিযোগ। ২৫ ফেব্রুয়ারি প্রকাশ্যে তাড়া করে, প্রথমে গুলি-এরপর কুপিয়ে খুনের পরও, ব্যবস্থা কী হল! প্রশ্ন পরিবারের।

ষড়যন্ত্রকারী হিসেবে আরেক তৃণমূল কর্মী দীপঙ্কর সরকার এবং আরও এক দুষ্কৃতী গ্রেফতার হলেও, মূল অভিযুক্তরা এখনও অধরা। পরিবারের প্রশ্ন, আর কবে ধরা হবে মূল অপরাধীদের? ক্ষুব্ধ পরিবারের এও অভিযোগ, চুনোপুঁটিদের ধরে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।

.