জামিন পেয়ে গেলেন ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার, পুলিস আর শিক্ষামন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ আর্চ বিশপ

জামিন পেয়ে গেলেন দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার৷ ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজ তাঁকে জামিন দেয় বারাকপুর আদালত৷ তবে ৩০ সেপ্টেম্বর আদালতে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷

Updated By: Sep 16, 2013, 04:16 PM IST

জামিন পেয়ে গেলেন দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার৷ ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজ তাঁকে জামিন দেয় বারাকপুর আদালত৷ তবে ৩০ সেপ্টেম্বর আদালতে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷
স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দাসের অস্বাভাবিক মৃত্যুর পরদিন স্কুলে হামলা চালানো হয়। এরপরই স্কুলের অধ্যক্ষা হেলেন সরকারকে গ্রেফতার করা হয়। ৩ দিনের পুলিস হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে আদালতে তোলা হয়৷ সূত্রের খবর অধ্যক্ষা হেলেন সরকারের জামিনের বিরোধিতা করেননি সরকার পক্ষের আইনজীবী।
পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ আর্চ বিশপ থমাস ডিসুজা। ক্ষুব্ধ শিক্ষামন্ত্রীর
ভূমিকাতেও। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও প্রতিবাদের রাস্তা থেকে তাঁরা
সরছেন না। ক্রাইস্ট চার্চ স্কুলে ভাঙচুরের প্রতিবাদে উনিশে সেপ্টেম্বর
রাজ্যের সমস্ত মিশনারি স্কুল বন্ধ রেখে কালা দিবস পালনের ডাক দিয়েছেন
মিশনারি স্কুলগুলির সংগঠন। ক্রাইস্ট চার্চ স্কুল কবে খুলবে, তা এখনও
অনিশ্চিত। 
পড়ুন বিস্তারিত এখানে ক্লিক করে

.