জাগুয়ার মামলায় রাঘিব পারভেজের জামিন মঞ্জুর হাইকোর্টের

চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাঘিব পারভেজ।

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Apr 8, 2020, 08:33 PM IST
জাগুয়ার মামলায় রাঘিব পারভেজের জামিন মঞ্জুর হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন : জাগুয়ার মামলায় অভিযুক্ত রাঘিব পারভেজকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ দুই মাসের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।

গত বছর ১৫ অগস্ট গভীর রাতে পার্ক স্ট্রিটে ঘটনাটি ঘটে।  কিয়স্কের নিচে দাঁড়িয়ে ছিলেন ৩ জন। তাঁরা ৩ জন-ই বাংলাদেশি নাগরিক ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় তাঁদের মধ্যে দুই জনের। ফরহানা ইসলাম তানিয়া এবং কাজী মোহাম্মদ মঈনুল আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপরই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় জাগুয়ারের চালক। 

এই ঘটনায় ৩ অভিযুক্ত রাঘিব পারভেজ, আরসালান পারভেজ ও মহম্মদ হামজার বিরুদ্ধে মামলা দায়ের হয় ব্যাঙ্কশাল আদালতে। ঘটনার ৩৪ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সম্প্রতি চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাঘিব পারভেজ। বুধবার তার জামিন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন, রেশন নিয়ে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর, চালু টোল ফ্রি নম্বরও

.