তাপস পালের বিতর্কিত বক্তব্য নিয়ে আজ অন্তর্বর্তী রায়

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিতর্কিত বক্তব্য নিয়ে দুটি মামলায় আজ অন্তর্বর্তী রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট।

Updated By: Jul 28, 2014, 08:26 AM IST

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিতর্কিত বক্তব্য নিয়ে দুটি মামলায় আজ অন্তর্বর্তী রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। গত ২৩ জুলাই শেষ হয় তাপস পালের বিরুদ্ধে দুটি মামলার প্রাথমিক শুনানি শেষ হয়।  সেদিনই এজলাসেই তৃণমূল সাংসদ তাপস পালের হুমকি -বক্তব্যের সিডি চালিয়ে দেখেন বিচারপতি দীপঙ্কর দত্ত।  তীব্র ভর্ত্সনার মুখে পড়ে রাজ্য।  

একজন আইন প্রণেতা হিসেবে তাপস পাল কীভাবে এ ধরনের মন্তব্য করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। খুন, ধর্ষণের হুমকি দেওয়ার  পরও তাপস পালের পাশেই দাঁড়ায় রাজ্য সরকার। আদালতে  সরকারি আইনজীবী আগাগোড়াই বলেন, ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল সাংসদ। তাই তাঁর ওই বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ নয়।  তাপস পালের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দুটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। একটি জনস্বার্থ মামলা। এবং একটি মামলা পুলিসি নিষ্ক্রিয়তার। দুটি মামলার একই সঙ্গে শুনানি চলছে।

.