উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৭৮.৪২ শতাংশ, মেধাতালিকায় উত্তরবঙ্গের জয়জয়কার

প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারেও মেধাতালিকায় কলকাতাকে ছাপিয়ে জেলার স্কুলেরই জয়জয়কার। ভাল ফল উত্তরবঙ্গের। মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৭৭ হাজার ৬৯ জন। পাশ করেছেন ৫ লক্ষ ৯৭ হাজার ৬৯ জন। পাশের হার ৭৮.৪২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৯.৭৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৭৭.১ শতাংশ।

Updated By: May 30, 2014, 09:58 AM IST

প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারেও মেধাতালিকায় কলকাতাকে ছাপিয়ে জেলার স্কুলেরই জয়জয়কার। ভাল ফল উত্তরবঙ্গের। মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৭৭ হাজার ৬৯ জন। পাশ করেছেন ৫ লক্ষ ৯৭ হাজার ৬৯ জন। পাশের হার ৭৮.৪২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৯.৭৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৭৭.১ শতাংশ।

উচ্চমাধ্যমিকের প্রথম স্থান পেয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বাণ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৮। কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। হেয়ার স্কুল থেকে ৪৭২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন অনিরুদ্ধ রায়।

পরের বছর পরীক্ষা শুরু ১২ মার্চ।

.