Group-D Recruitment: CBI অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
আপাতত চাকরি বহাল থাকছে ৫৭৩ জনের।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। SSC-র গ্রুপ-ডি নিয়োগে (D Recruitment) দু্র্নীতির মামলায় এবার CBI অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করল হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। আপাতত চাকরি বহাল থাকছে ৫৭৩ জনের। খারিজ হয়ে গেল বেতন বন্ধের নির্দেশও। ২ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
সরকারি চাকরিতে আর্থিক লেনদেন? SSC-র গ্রুপ-ডি নিয়োগে (D Recruitment) দু্র্নীতির মামলায় কিন্তু প্রথমে সিবিআই (CBI) তদন্তেরই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে এক বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছিল।
আরও পড়ুন: Primary School Reopen: স্কুল খুললেই ছোটদের বিশেষ বই, পড়াশোনায় ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ
তাহলে ফের কেন সিবিআই তদন্তের নির্দেশ? এদিনই রিপোর্ট পেশ করার কথা ছিল ওই অনুসন্ধানকারী দলের। কিন্তু কমিটির তরফে কেউ আদালতে হাজির ছিলেন না বলে খবর। আর তাতেই ক্ষুদ্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্রেফ অনুসন্ধানকারী দল ভেঙে দেওয়াই নয়, SSC-র গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি মামলায় ফের সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সবদিক খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনকী, ৫৭৩ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: Dev At CBI Office: দেবকে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ CBI-এর, কোন প্রশ্নের মুখোমুখি? জানালেন অভিনেতা-সাংসদ
এদিকে আবার কয়েক ঘণ্টার ব্যবধানে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার প্রেক্ষিতেই SSC-র গ্রুপ-ডি নিয়োগে দু্র্নীতির মামলায় সিঙ্গল বেঞ্চে নির্দেশ জারি হল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ।