আগামী বছর রাজ্যের হাতেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
আগামী বছরের মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্যের হাতেই থাকছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পরীক্ষা নেবে। সিদ্ধান্ত একরকম পাকা। পুজোর ছুটির পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নির্দিষ্ট নির্দেশ দিতে চলেছে স্বাস্থ্য শিক্ষা দফতর।
আগামী বছরের মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্যের হাতেই থাকছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পরীক্ষা নেবে। সিদ্ধান্ত একরকম পাকা। পুজোর ছুটির পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নির্দিষ্ট নির্দেশ দিতে চলেছে স্বাস্থ্য শিক্ষা দফতর।
মেডিক্যাল প্রবেশিকায় সর্বভারতীয় পরীক্ষা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরীক্ষার ভবিষ্যত কী সে বিষয়ে রাজ্য সরকারকে এখনও কিছুই জানায়নি অল ইন্ডিয়া মেডিক্যাল কাউন্সিল। এপ্রিল মাসে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রবেশিকা পরীক্ষা নেয়। পুজোর ছুটির পর থেকেই সেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে যায়। সর্বভারতীয় স্তরে মেডিক্যালের পরীক্ষা না হলে রাজ্য জয়েন্ট বোর্ডকে পুজোর ছুটির পর থেকে প্রস্তুতি নিতে হবে।
কেন্দ্রের তরফে রাজ্যকে এখনও কিছু জানানো হয়নি। রাজ্য স্বাস্থ্য শিক্ষা দফতর আর এমসিআই-এর নির্দেশের জন্য অপেক্ষা করতে রাজি নয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দিয়েই পরীক্ষা নেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্য স্বাস্থ্য শিক্ষা দফতর। কারণ এম সি আই শেষ মুহুর্তে পরীক্ষা হবে না বলে জানালে রাজ্যের পক্ষেও পরীক্ষা নেওয়া সম্ভব হবে না । আপাতত স্থির হয়েছে পুজোর পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে স্বাস্থ্য শিক্ষা দফতর।