Durga Puja Carnival: মুখ্যসচিবের অনুরোধ উড়িয়ে 'দ্রোহের কার্নিভাল' ডাক্তারদের! অশান্তি এড়াতে জারি ১৬৩ ধারা...
Junior Doctors' Movement: 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স'-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের আটকানো যাবে না। এমতাবস্থায়, 'দ্রোহের কার্নিভাল'-এর কারণে পুজোর কার্নিভালে অশান্তি ছড়ানোরও আশঙ্কা করছে পুলিস।
অয়ন ঘোষাল: মঙ্গলবার রেড রোডে পুজোর কার্নিভাল। বিকাল চারটে থেকে শুরু হওয়া এই কার্নিভালের সময়েই 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। উৎসবকে 'বয়কট' করে 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স'-এর উদ্যোগে এই প্রতিবাদ কার্নিভাল।
আরও পড়ুন, Mamata Banerjee: পুজো মিটলেই প্রচারে ঝাঁপাও, সাংসদ-বিধায়কদের নির্দেশ মমতার
কিন্তু এই 'দ্রোহের কার্নিভাল'-এর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিস। পুলিস সাফ জানিয়েছিল কোনওভাবেই পুজো কার্নিভালের দিন ওই কর্মসূচি করতে পারবেন না সিনিয়র চিকিৎসকরা। এমনকি মুখ্যসচিব ইমেইল করে অনুরোধ করেছিলেন রেড রোডে পুজোর কার্নিভালের দিন রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভাল' করবেন না। কিন্তু অনুরোধ শোনেননি চিকিৎসকরা। 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স'-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের আটকানো যাবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কার্নিভাল বন্ধ করতে চেয়ে মাঠে নেমে পড়েছেন। এমতাবস্থায়, 'দ্রোহের কার্নিভাল'-এর কারণে পুজোর কার্নিভালে অশান্তি ছড়ানোরও আশঙ্কা করছে পুলিস। তাই এই অশান্তি পরিস্থিতি আটকাতে এক দিনের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিস। কলকাতার পুলিস কমিশনার মনোজ বর্মা সোমবার রাতে এক নির্দেশিকায় জানিয়েছেন কোন কোন এলাকা গুলিতে এই ধারা জারি করা হয়েছে। ফলে, ওই এলাকা গুলিতে এক সঙ্গে পাঁচজন বা তার বেশি কেউ জড়ো হতে পারবেন না। কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না।
কোন কোন জায়গায় জারি হয়েছে ১৬৩ ধারা?
রানি রাসমণি অ্যাভিনিউ: পূর্বে জওহরলাল নেহেরু রোডের ডোরিনা ক্রসিং থেকে পশ্চিমে নেতাজি মূর্তি পর্যন্ত। উত্তরে হাওড়া মেট্রোর গ্রিন চ্যানেল এবং রানি রাসমণি পার্ক থেকে দক্ষিণে সেন্ট্রাল বাস টারমিনাস এবং ভবানীপুর টেন্ট পর্যন্ত।
ওয়াই চ্যানেল: পূর্বে মেট্রো চ্যানেলের আউটপোস্টের পিছন থেকে জওহরলাল নেহরু রোডের ধার বরাবর ডোরিনা ক্রসিং পর্যন্ত। পশ্চিমে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে ট্রাম লাইনের পূর্ব দিক পর্যন্ত। উত্তরে এসপ্ল্যানেড রো পূর্ব থেকে দক্ষিণে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত।
নিউ রোড: পূর্ব ও পশ্চিমে ডোরিনা ক্রসিং থেকে প্রেস ক্লাব সংলগ্ন ফুটপাথ পর্যন্ত। উত্তরে ডরিনা ক্রসিং থেকে রানি রাসমণি এভিনিউ এবং দক্ষিণে মেয়ো রোড পর্যন্ত।
মেয়ো রোড: রেড রোড থেকে জওহরলাল নেহরু রোড পর্যন্ত দু'দিকের রাস্তাতেই জমায়েত নিষিদ্ধ থাকবে।
আউটরাম রোড: পূর্বে জওহরলাল নেহরু রোড পর্যন্ত এবং পশ্চিমে কেপি রোড, রেড রোড এবং ডাফরিন রোডের সংযোগস্থল পর্যন্ত। কেপি রোড, রেড রোড এবং ডাফরিন রোডের সংযোগস্থল থেকে জওহরলাল নেহরু রোড পর্যন্ত পুরো রাস্তাতেই জারি এই ধারা।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস: রবীন্দ্রসদন থেকে ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের ফুটপাথ থেকে সেন্ট পল্স ক্যাথিড্রাল গির্জা পর্যন্ত। পশ্চিমে ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের ফুটপাথ থেকে মোহর কুঞ্জের সামনের রাস্তা পর্যন্ত। উত্তরে সেন্ট পল্সের দক্ষিণ দিক থেকে দক্ষিণে হরিশ মুখার্জি রোড এবং এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত।
জওহরলাল নেহরু রোড: ধর্মতলা ক্রসিং থেকে থিয়েটার রোড পর্যন্ত উভয় দিকের রাস্তা। উত্তরে ধর্মতলা ক্রসিং থেকে দক্ষিণে শেক্সপিয়র সরণি এবং চৌরঙ্গি রোডের সংযোগস্থল পর্যন্ত।
কুইনস্ ওয়ে: ক্যাথিড্রাল রোড এবং শেক্সপিয়র সরণির সংযোগস্থল থেকে ক্যাসুয়ারিনা এভিনিউ এবং হসপিটাল রোডের সংযোগস্থল পর্যন্ত রাস্তার উত্তর এবং দক্ষিণ উভয় দিকেই।
স্ট্র্যান্ড রোডে: উত্তরে হাওড়া ব্রিজগামী রাস্তার সংযোগস্থল থেকে দক্ষিণে কমিশনারেট রোডের সংযোগস্থল পর্যন্ত। পূর্ব ও পশ্চিম উভয় দিকের রাস্তাতেই জমায়েত নিষিদ্ধ।
আরও পড়ুন, Junior Doctor Strike এবার রাজভবনে ডেপুটেশন, রাজ্যপালের সঙ্গে কথা হল না জুনিয়র ডাক্তারদের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)