কলকাতার আকাশে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, কিছুক্ষণের মধ্যেই নামতে পারে বৃষ্টি

দিন কয়েকের দহনের পর ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটের রেডার ছবি বলছে কিছুক্ষণের মধ্যেই কলকাতায় নামতে চলেছে বৃষ্টি। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Updated By: Jun 7, 2018, 02:53 PM IST
কলকাতার আকাশে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, কিছুক্ষণের মধ্যেই নামতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন: দিন কয়েকের দহনের পর ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটের রেডার ছবি বলছে কিছুক্ষণের মধ্যেই কলকাতায় নামতে চলেছে বৃষ্টি। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

চলতি সপ্তাহের শুরু থেকেই অস্বস্তিকর গরমে অতিষ্ঠ কলকাতাবাসী। তাপমাত্রার পারদ তেমন চড়া না-হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ায় অস্বস্তিসূচক চরমে পৌঁছেছিল। বৃষ্টিতে তা থেকে সাময়িক নিষ্কৃতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুক্রবার সূর্য উঠলেই ফের বাড়বে অস্বস্তিসূচক।

এদিন দুপুরের রেডার ছবি বলছে, কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। যা থেকে বজ্রবিদ্যুত্সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকাতেও।

.