মেয়র পদ থেকে ইস্তফা দিতেই সব্যসাচী দত্তের 'দুর্নীতি' ফাঁস করল তৃণমূল

কথোপকথন চলার সময় একাধিকবার সেই ব্যক্তিকে ১২ তারিখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন সব্যসাচী দত্ত। 

Updated By: Jul 19, 2019, 01:12 PM IST
মেয়র পদ থেকে ইস্তফা দিতেই সব্যসাচী দত্তের 'দুর্নীতি' ফাঁস করল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : এদিকে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, ওদিকে তাঁর দুর্নীতি ফাঁস করল তৃণমূল। সব্যসাচী দত্তের একটি ফোন কল রেকর্ডিং ফেসবুকে ফাঁস করেছে তৃণমূল। সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, কোনও এক ব্যক্তিকে এক কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন সব্যসাচী দত্ত। সেই ফোন কল রেকর্ডিং লোকসভা নির্বাচনের আগের। সব্যসাচী দত্তকে এমনও বলতে শোনা যাচ্ছে, ''১২ তারিখ যেন ডেট ফেল না হয়। তা হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন।''

আরও পড়ুন-  কত টাকার লেনদেন রোজভ্যালির সঙ্গে, আজই প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানবে ইডি

সেই ব্যক্তির সঙ্গে সব্যসাচী দত্তের পুরো কথোপকথনের রেকর্ডিং ফাঁস করেছে তূণমৃল। সেই ব্যক্তিকে ফোন করেছিলেন সব্যসাচী দত্ত। তার পর সেই ব্যক্তিকে তিনি বলেন, ''১২ তারিখ ফাইনাল তো? কারণ, আমি কিন্তু ট্রান্সফার করিয়ে দিয়েছি লোকের থেকে ধার নিয়ে।'' উত্তরে সেই ব্যক্তি তাঁকে বলছেন, ''হ্যাঁ দাদা আমি দিয়ে দেব আপনাকে তো বলেই দিয়েছি ১২ তারিখ বিকেল চারটের মধ্যে। আমি সোনাদানা বেঁচে সব ব্যবস্থা করে নিয়েছি। আপনাকে টাকা দেব দাদা। আমি এক কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি।''

আরও পড়ুন-  রাজ্যে বেকারত্ব কমেছে ৪০%, বানতলায় কর্মদিগন্তে ৫ লক্ষের চাকরি: মমতা

কথোপকথন চলার সময় একাধিকবার সেই ব্যক্তিকে ১২ তারিখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন সব্যসাচী দত্ত। একটা সময় তাঁকে বলতে শোনা যায়, ''এখন ট্রান্সফার করা খুব কঠিন হয়ে গিয়েছে কারণ ভোটের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আমি সোনাওয়ালাদের দিয়ে ট্রান্সফার করে দিয়েছি।'' সেই ব্যক্তি টাকা কোথায় দিতে হবে জানতে চাইলে সব্যসাচী দত্ত তাঁকে ১২ তারিখ ফোন করতে বলেন। তখনই তিনি কোথায় টাকা পৌঁছে দিতে হবে তা জানিয়ে দেবেন বলে জানান। এমনিতেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠতে কাটমানি আদায়ের অভিযোগ। এরই মধ্যে সব্যসাচী দত্তের এমন ফোন কল রেকর্ড ফাঁস তৃণমূলের। পরিস্থিতি যে আরও জটিল হয়ে দাঁড়াল, তা বলাবাহুল্য। 

.