LIVE: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি Mamata-র

Last Updated: Thursday, February 25, 2021 - 18:57
LIVE: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি Mamata-র

25 February 2021, 17:30 PM

বাড়ি ফিরে মুখ্যমন্ত্রী বলেন,'প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। একটা ঘরে দুটো এলপিজি গ্যাস কিনতে হলে মাসে লাগবে ১৬০০ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকার বাড়িয়ে রেখেছেন।  কেরোসিনের জন্য ৪০০০ কোটি টাকা ভর্তুকি দিত। সেটাও এবার বাজেটে প্রত্যাহার করে নিল। এ রাজ্যে ২ কোটি মানুষ কেরোসিন ব্যবহার করে। হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব মিলিয়ে দেশে ১৫ থেকে ২০ কোটি মানুষ। কেউ মুখ খুললেই মামলা করে দিচ্ছে। সবাইকে সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হচ্ছে। আমি আজ শুরু করলাম, কাল থেকে গোটা রাজ্যে চলবে।  ধান্ধাবাজ, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না। ৮০০ টাকার এলপিজি-র দাম করেছে। তা অবিলম্বে কমিয়ে ৪০০ টাকা করতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।'

25 February 2021, 17:30 PM

রবীন্দ্রসদন থেকে ডান দিকে বাড়ির ফেরার রাস্তায় ফের চালকের আসনে মমতা বন্দ্যোপাধ্যায়। 

25 February 2021, 17:15 PM

হুগলি ব্রিজে ওঠার মুখে ই-স্কুটি ছাড়লেন মমতা। চালকের আসনে ফিরহাদ হাকিম। 

25 February 2021, 16:30 PM

নবান্ন থেকে ফেরার সময় ই-স্কুটি নিজেই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

25 February 2021, 12:15 PM

তাঁর কথায় চ্যারিটি বিগান অ্যাট হোম।  তাই নিজেই পথে নেমেছেন। আজ সন্ধেতেও এই স্কুটারেই বাড়ি ফিরবেন মমতা। 

25 February 2021, 12:00 PM

* কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। ১ কোটি লোক আয়তায় রয়েছে।
* এটা LPG গ্যাস নয়, ইলেকশন এলে মিথ্যে কথার গ্যাস দেয় কেন্দ্র 
* দেশ জুড়ে পথে নামুন।
* দেশটাকে বিক্রি করে দিচ্ছে। কবে হয়ত দেশের নামটাও বদলে দেবে।
* সন্ধে বেলায় গ্রিন কারেই বাড়িতে যাবেন।
* গতকাল থেকে আরও বড় আন্দোলনে নামবে তৃণমূল। 

25 February 2021, 11:30 AM

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ। ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নের পথে মমতা বন্দ্যোপাধ্যায়।