অনাথ আশ্রম চালানোর নামে চলত বন্যপ্রাণী বেচাকেনার কারবার, খদ্দের সেজে উদ্ধার বিরল প্রজাতির টোকেগেকো

খদ্দের সেজে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ঢাকুরিয়ার বাবুবাগান এলাকায় এক ব্যাক্তির বাড়িতে খদ্দের সেজে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সঙ্গে ছিল লেক থানার পুলিস।

Updated By: Jan 22, 2014, 11:23 PM IST

খদ্দের সেজে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ঢাকুরিয়ার বাবুবাগান এলাকায় এক ব্যাক্তির বাড়িতে খদ্দের সেজে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সঙ্গে ছিল লেক থানার পুলিস।

বিরল প্রজাতির তক্ষক এই এলাকায় বেচাকেনা হয় বলে খবর ছিল তাদের কাছে। সেখানে হানা দিয়ে এক ফুট লম্বা ও পাঁচশ গ্রাম ওজনের একটি বিরল টোকেগেকো প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। এটি উত্তরপূর্ব ভারতের হিমালয়ের জঙ্গলে পাওয়া যায়। ক্যান্সার গবেষণায় এই তক্ষক ব্যবহার করা হয়। তিনশো গ্রাম ওজনের একটি টোকেগেকোর দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ১০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া তক্ষকটির দাম আনুমানিক পঁচিশ লক্ষ টাকা।

ফাঁদ পেতে আজ হাতে নাতে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম প্রভাসচন্দ্র মণ্ডল, তপন মুখার্জি এবং স্বামী শুদ্ধানন্দ। স্বামী শুদ্ধানন্দ হুগলিতে একটি অনাথ আশ্রম চালান। অনাথ আশ্রমের আড়ালে বিরল প্রজাতির বন্যপ্রাণী বেচাকেনার বেআইনি কারবার ফেঁদেছিলেন তিনি। এমনটাই অনুমান পুলিসের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। আন্তর্জাতিক কোনও চক্রের সঙ্গে ধৃতদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আগামিকাল আলিপুর আদালতে তোলা হবে।

.