রফি আহমেদ কিদওয়াই রোডের বহুতলের আগুনের পর উঠতে শুরু করেছে প্রশ্ন

ঘিঞ্জি বাড়ি। বিদ্যুতের তারের জটলা। এমার্জেন্সি এগজিট নেই। একতলায় ছোটদের স্কুল। রফি আহমেদ কিদওয়াই রোডের বহুতলের আগুনের পর  উঠতে শুরু করেছে প্রশ্ন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়া কীভাবে চলছে, অফিস-স্কুল?

Updated By: Jan 25, 2017, 09:47 PM IST
রফি আহমেদ কিদওয়াই রোডের বহুতলের আগুনের পর  উঠতে শুরু করেছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : ঘিঞ্জি বাড়ি। বিদ্যুতের তারের জটলা। এমার্জেন্সি এগজিট নেই। একতলায় ছোটদের স্কুল। রফি আহমেদ কিদওয়াই রোডের বহুতলের আগুনের পর  উঠতে শুরু করেছে প্রশ্ন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়া কীভাবে চলছে, অফিস-স্কুল?

হঠাতই আগুন 44/A রফি আহমেদ কিদওয়াই রোডের একটি বাড়িতে। বহুতলের চারতলায় টেন্ডার কেয়ার নামে একটি সংস্থার কাপড়ের গুদামে আগুন লাগে। প্রায় ১৭৬ বছরের পুরনো এই বহুতলের একতলায় রয়েছে ছোটদের স্কুল। রয়েছে বেশ কয়েকটি অফিস। আগুন ছড়িয়ে পড়লে কী হত, তা ভেবেই আতঙ্কিত বাসিন্দারা।   

গত বছর এই সময়েই আগুন লেগেছিল ওই বহুতলে । মৃত্যুও হয় একজনের। তবু যে হুঁশ ফেরেনি কারও, বুধবারের আগুন তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন, আসানসোলে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু!

.