Nispal Singh Rane: Mamata-র প্রস্তাবক নিসপাল সিং রানে! মনোনয়নে দিদির পাশেই কোয়েলের স্বামী

চমকের বিষয় হল তৃণমূল নেত্রীর প্রস্তাবক হিসেবে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী এবং প্রযোজক নিসপাল সিং রানে-কে।

Updated By: Sep 10, 2021, 05:47 PM IST
Nispal Singh Rane: Mamata-র প্রস্তাবক নিসপাল সিং রানে! মনোনয়নে দিদির পাশেই কোয়েলের স্বামী
মমতা বন্দ্যোপাধ্যায় ও নিসপাল সিং রানে।

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনের আয়োজন শুরু বাংলায়। এদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চমকের বিষয় হল তৃণমূল নেত্রীর সার্ভে বিল্ডিংয়ে ঢোকার সময় তাঁর প্রস্তাবক হিসেবে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী এবং প্রযোজক নিসপাল সিং রানে-কে। 

গত বুধবার দলীয় কর্মিসভা থেকেই মমতা ঘোষণা করে বলেন যে গণেশ চতুর্থীর দিনই তিনি মনোনয়ন জমা দেবেন।  এদিন প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম৷ এছাড়াও আরও দুই প্রস্তাবক ছিলেন দলের প্রাক্তন কাউন্সিলর বাবলু সিং এবং মীরজ শাহ৷

আরও পড়ুন, WB By-Poll: 'ঘরের মেয়ে' Vs 'ঘরের মেয়ে', উপনির্বাচনের আঁচে তপ্ত ভবানীপুর

এদিন মমতার পাশে নিসপাল রানের উপস্থিতি অনেককেই অবাক করেছে। টলিউডের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ যোগ নতুন নয়। এদিন নিসপালের পরিচয় দিতে গিয়ে মমতা জানান, ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷ 

যদিও ওয়াকিবহাল মহলের মত, ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি এবং শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন৷ এই ভোটারদের বার্তা দিতেও নিসপাল সিং রানেকে প্রস্তাবক করার কৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিসপাল ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা বলেই তাঁকে বেছেছেন তৃণমূল নেত্রী। 

অন্যদিকে, গুজরাতি ভোট ব্যাঙ্কের হিসেব ধরতে ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রধান মীরজ শাহকে প্রস্তাবক করেছেন মমতা, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.