Mamata Banerjee: কলকাতায় ফিরছেন অভিষেক, তৃণমূলের নবজোয়ারে এবার স্বয়ং মমতা....

কুন্তল ঘোষ চিঠি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি মাঝ-পথেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি।

Updated By: May 19, 2023, 04:29 PM IST
Mamata Banerjee: কলকাতায় ফিরছেন অভিষেক, তৃণমূলের নবজোয়ারে এবার স্বয়ং মমতা....

মৌপিয়া নন্দী: তৃণমূলের নবজোয়ারে ফের মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার পাত্রসায়রের জনসভায় ভার্চুয়ালি থাকবেন তিনি।

হাইকোর্টের স্বস্তি মেলেনি। কুন্তল ঘোষ চিঠি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। কবে হাজিরা? আগামীকাল, শনিবার সকাল ১১টা কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

 

এদিকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এখন বাঁকুড়ায় অভিষেক। তাহলে? সূত্রের খবর, সোনামুখীতে সভা সেরে আজ, শুক্রবারই কলকাতায় ফিরছেন তিনি। আগামীকাল, শনিরার নির্দিষ্ট সময়েই সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি। পাত্রসায়রে কর্মসূচিই অবশ্য অপরিবর্তিতই থাকবে। কীভাবে? কলকাতায় থেকে ভার্চুয়ালি জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূলের কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছিলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এতে তৃণমূলের ভাবমূর্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন করে উপস্থাপিত হবে না'। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'গোটা তৃণমূল কংগ্রেসে আর একটি লোক নেই! যিনি যেতে পারবেন। এত মুখপাত্র আছে, তাঁদের পাঠাতে পারলেন না। পিসি না থাকলে ভাইপো,ভাইপো না থাকলে পিসি! দলটা কি ব্যক্তিগত পৈতৃক সম্পত্তির মতো'?

আরও পড়ুন: Abhishek Banerjee: CBI -এর নোটিস! নবজোয়ার থামিয়ে মাঝপথে কলকাতায় অভিষেক

এর আগে, মালদহে গিয়ে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। ইংরেজবাজারে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.