Bhddhadeb Hospitalised: রক্তে অক্সিজেনের মাত্রা খানিকটা বাড়ল বুদ্ধদেবের, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Bhddhadeb Hospitalised: বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভালো যাচ্ছিল না।। ডাক্তার বলেছেন তারা হাসপাতালে নিয়ে যেতে চান। আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বহুদিন ধরেই তিনি সিওপিডি-র সমস্যায় ভুগছেন। শনিবার তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। তাঁর রক্ত অক্সিজেনের মাত্রা ৭০-এ নেমে যায়। তবে হাসপাতালে নিয়ে আসার তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়েছে বলেই খবর। বুদ্ধদেববাবুর অসুস্থার খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তবে তিনি ইতিমধ্যেই ফোনে খোঁজ নিয়েছেন বলে জানা যাচ্ছে।
এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছিলেন বুদ্ধদেব। ২০২১ সালে কোভিডেও আক্রান্ত হন তিনি। আশির কোটায় বয়স বুদ্ধদেবের। পাশাপাশি তাঁরে শ্বাসকষ্ট অনেকটাই বেড়েছে। চিকিত্সরা প্রাথমিকভাবে যেটা করছেন তা হল তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ানো। বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা যাচ্ছেন, বুদ্ধবাবুর রক্তচাপ ঠিক রয়েছে। চোখ খুলে তাকিয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯৩ পর্যন্ত উঠেছে। তাঁর চিকিত্সায় রয়েছে পাঁচ সদস্যের একটি টিম কাজ করছে। বর্তমানে তিনি রয়েছেন বাই প্যাপ সাপোর্টে।
প্রসঙ্গত, এর আগেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসুস্থ বুদ্ধ। সেবার তাঁর চিকি্সার দায়িত্ব নিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দল তাতে রাজী হয়নি। তবে আজ ইতিমধ্যেই তাঁর চিকিত্সায় একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেখানে রয়েছেন পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা।
বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভালো যাচ্ছিল না।। ডাক্তার বলেছেন তারা হাসপাতালে নিয়ে যেতে চান। আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই। তাই হাসপাতালে ভর্তি করা হবে।" এর আগেও অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন মমতা।
বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে আরও খবর, শনিবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বেসরকারি হাসপাতালে চিকিৎসক সূত্রে খবর, আইসিইউ-তে রেখে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। এদিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়, পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বুদ্ধদেবকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু সূত্রের খবর, তিনি অক্সিজেন নিতে পারলেও ‘রেসপন্ড’ করছিলেন না। তার পরেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।