'দলবদলে চিন্তার কিছু নেই', ওয়ার্কিং কমিটিতে নতুন তিন মুখ এনে বার্তা Mamata-র

কারা এলেন ওয়ার্কিং কমিটিতে? 

Updated By: Jan 8, 2021, 09:11 PM IST
'দলবদলে চিন্তার কিছু নেই', ওয়ার্কিং কমিটিতে নতুন তিন মুখ এনে বার্তা Mamata-র

নিজস্ব প্রতিবেদন:  'কারা দল ছাড়ছে, তা নিয়ে চিন্তার কিছু নেই। এসব বিষয় ইগনোর করুন। সরকারের উন্নয়মূলক কাজগুলি প্রচার করুন, মানুষের কাছে তুলে ধরুন'। শুক্রবার তৃণমূলের (TMC) ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা-মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমনই বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। কমিটিতে এলেন তিনজন নতুন সদস্য। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ও মলয় ঘটক (Moloy Ghatak)। 

একুশে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। জানুয়ারিতে রাজ্যে ফের আসছেন উপ নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন। সূত্রের খবর, মে নয়, এপ্রিলে গোড়াতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। রাজ্যে যখন বিজেপির সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে, তখন তলে তলে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুলশিবিরও। প্রতি শুক্রবার ওয়ার্কিং কমিটি বৈঠক হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি লাগোয়া তৃণমূল কার্যালয়ে। এদিন তার ব্য়তিক্রম ঘটেনি।

আরও পড়ুন: এপ্রিলেই কি বিধানসভা ভোট? বাংলায় ফের আসছেন উপ নির্বাচন কমিশনার

সূত্রের খবর, এদিনের বৈঠকে কৃষকদের আন্দোলন, নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সভা ও আসন্ন নির্বাচনে তৃণমূলের ইস্তেহার নিয়ে আলোচনা হয়। একসময়ে তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন মুকুল রায় (Mukul Roy), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই তিনজনের কেউ এখন দলে নেই। সকলেই যোগ দিয়েছে বিজেপিতে। তাঁদের জায়গায় এবার কমিটিতে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটক। কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন শুভাশিস চক্রবর্তী।

আরও পড়ুন: TATA-কে সিঙ্গুরে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব: Mukul Roy

উল্লেখ্য, ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষপর্যন্ত সেই কর্মসূচি স্থগিত হয়ে যায়। তবে ১৮ জানুয়ারি তেখালি বাজারে তৃণমূল নেত্রীর সভা করবেন বলে সূত্রের খবর। পূর্ব ঘোষণামতোই এদিন অবশ্য নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু।  তেখালি মমতার পাল্টা খেজুরিতে সভা করার ঘোষণা করেছেন তিনি।    

.