নৌটঙ্কি করছে যাতে ন্যাশনাল নিউজে দেখায়, দেখো আমায় মেরেছে, আহারে!: মমতা

রাস্তায় ঢিল-পাটকেলের ছোড়ার ভিডিয়ো টুইট করেছেন বিজেপি নেতারা। সবটাই আগে থেকে পরিকল্পিত বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। 

Updated By: Dec 10, 2020, 07:16 PM IST
নৌটঙ্কি করছে যাতে ন্যাশনাল নিউজে দেখায়, দেখো আমায় মেরেছে, আহারে!: মমতা

নিজস্ব প্রতিবেদন: ডায়মন্ড হারবারে বিজেপি নেতাদের উপরে হামলার ঘটনা 'নৌটঙ্কি' বলে অভিহিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, জাতীয় সংবাদমাধ্যমে প্রচার পেতে নাটক করছে বিজেপি নেতৃত্ব। পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছি পুলিসকে। মিথ্যা সহ্য করব না।    

এ দিনের ঘটনার প্রসঙ্গে মমতা বলেন,'যদি ছোট ঘটনাও ঘটে থাকে, আমি জানি না কী করে ঘটেছে! শিরাকোলে আমাদের একটা প্রোগ্রাম ছিল। না বলায় ছেলেরা করেনি। শিরাকোলে কিছু হয়নি। চায়ের দোকানে কে ধাক্কা মেরেছে, কে কাকে থ্রো করেছে, প্ল্যানিং করে করেছো! যেমন ঈশ্বরচন্দ্র মূর্তি ভাঙা সময় করেছিলে। পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছি পুলিসকে। সব মিথ্যা সহ্য করব না। এনাফ ইজ এনাফ।'

গাড়িতে ঢিল-পাটকেল ছোড়ার ভিডিয়ো টুইট করেছেন বিজেপি নেতারা। সবটাই আগে থেকে পরিকল্পিত বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তাঁর কথায়,'কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহলে কি প্ল্যান করা ছিল? কেউ একটা ঢিল মারছে। লেজুড়ের গাড়িতে ইট এসে পড়ছে? কে ছবি তুলল? ভিডিয়োটা কে তুলল? ইউ আর ওভারস্মার্ট। মনে হচ্ছে স্যাটেলাইট থেকে কাজ করছে!'

বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে আগেই নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার সেই সুরে মমতা বলেন,'আর কোনও দল অনুষ্ঠান করবে না। কোনওদিন চিফ মিনিস্টার চলে আসছে, হোম মিনিস্টার চলে আসছে, কোনও দিন ওই আর একটা মিনিস্টার আসছে। লোকের কাজ তো করে না! কোনও দিন চাড্ডা, নাড্ডা, গাড্ডা, ফাড্ডা, ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এক এক করে। ওরা একা অনুষ্ঠান করবে আর কেউ করবে না। আর যেদিন তারা অনুষ্ঠান করবে লোক যদি না আসে নিজে সাজিয়ে রাখবে, যাতে নৌটঙ্কি করে ন্যাশনাল নিউজে দেখায়, দেখো আমায় মেরেছে। আহারে!'

মমতা আরও বলেন,'তোমার পিছনে ৫০টি গাড়ি কেন যায়? আমার পিছনে ৩টে গাড়ি যায়। দু'টো গাড়ি কলকাতায়। অনুমতি দিই না। লাল লাইট লাগাইনি। তোমাদের নেতা আসছে ভালো কথা। আমি হিংসা চাই না। হিংসার নিন্দা করি। একটা নেতার পিছনে ৫০টি গাড়ি কেন যাবে? ৫০টি গাড়ি গেলে একটা গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনা হতে পারে। এতে তো জীবনহানির ঝুঁকি থাকে। দলকে নিয়ন্ত্রণ করতে পারো না। তোমার ৫০টি গাড়ির কনভয়। তার উপরে প্রেসের কনভয় ৩০টা। তার মধ্যে বাইকের কনভয় ৪০টা।'

বিজেপি নেতাদের নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। বলেন,'এলাকার অ্যাংলা, ব্যাংলা, চ্যাংলারও অনেক সম্মান আছে বলে মনে করি। এক একটার খুঁটির জোর নেই। না এপাশ না ওপাশ, ধপাস। সেগুলির পিছনে ৪টে করে নিরাপত্তা ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটিগুলো কালো কালো ড্রেস পরে বড় বড় বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত তোমার সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এত ফোর্স আছে, তোমার গাড়িতে হামলা হয় কী করে? তুমি বিজেপির এ থেকে জেড পর্যন্ত ৪-৬টি সিকিউরিটি দিয়ে রেখেছো। রাজ্যকে জানানোর প্রয়োজন মনে করো না। প্রবলেম হলে রাজ্যকে বলো। তোমার ক্যাডাররা ?যখন লাঠি, বন্দুক, ছররা নিয়ে নামে তখন আমাদের দোষ দাও।' 

আরও পড়ুন- নাড্ডা ডায়মন্ড হারবারে গাড্ডায় পড়েছে, আমি কী করতে পারি!: অভিষেক

 

.