মেয়রের ভাইঝির বিরুদ্ধে মত্ত অবস্থায় পুলিসকে পেটানোর অভিযোগ
মদ্যপ অবস্থায় রাস্তায় কর্তব্যরত পুলিসকে পেটানোর অভিযোগ উঠল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝির বিরুদ্ধে। ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায় একা নন, অভিযুক্ত তার সঙ্গী চার বন্ধুও। ঘটনা গতকাল রাতের। মত্ত অবস্থায় চার বন্ধুকে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন দেবপ্রিয়া। রাসবিহারী মোড়ে তাঁর গাড়ির সামনে থেকে অল্পের জন্য রক্ষা পান এক পথচারী। বিষয়টি নজরে পড়ায় ঘটনাস্থলে ছুটে যান চন্দন পাণ্ডে নামে এক পুলিস কর্মী। অভিযোগ,এরপর আচমকাই গাড়ি থেকে নেমে দেবপ্রিয়া চন্দন পাণ্ডেকে মারধর করেন। কর্তব্যরত পুলিস কর্মীর গায়ে হাত তোলার অভিযোগে পাঁচজনকেই আটক করে টালিগঞ্জ থানা। তবে মধ্যরাতে কোনও এক প্রভাবশালী ব্যক্তির ফোন পেয়ে ছেড়ে দেওয়া হয় দেবপ্রিয়া সহ বাকি চারজনকে। পরে অবশ্য জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওয়েব ডেস্ক: মদ্যপ অবস্থায় রাস্তায় কর্তব্যরত পুলিসকে পেটানোর অভিযোগ উঠল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝির বিরুদ্ধে। ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায় একা নন, অভিযুক্ত তার সঙ্গী চার বন্ধুও। ঘটনা গতকাল রাতের। মত্ত অবস্থায় চার বন্ধুকে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন দেবপ্রিয়া। রাসবিহারী মোড়ে তাঁর গাড়ির সামনে থেকে অল্পের জন্য রক্ষা পান এক পথচারী। বিষয়টি নজরে পড়ায় ঘটনাস্থলে ছুটে যান চন্দন পাণ্ডে নামে এক পুলিস কর্মী। অভিযোগ,এরপর আচমকাই গাড়ি থেকে নেমে দেবপ্রিয়া চন্দন পাণ্ডেকে মারধর করেন। কর্তব্যরত পুলিস কর্মীর গায়ে হাত তোলার অভিযোগে পাঁচজনকেই আটক করে টালিগঞ্জ থানা। তবে মধ্যরাতে কোনও এক প্রভাবশালী ব্যক্তির ফোন পেয়ে ছেড়ে দেওয়া হয় দেবপ্রিয়া সহ বাকি চারজনকে। পরে অবশ্য জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।