করোনায় এখনই সম্ভব নয়! ৩ জুলাই থেকে কলকাতা মেট্রো চালুতে 'না' কর্তৃপক্ষের

১২ আগস্টের আগে মেট্রো চালানো সম্ভব নয়।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 29, 2020, 03:23 PM IST
করোনায় এখনই সম্ভব নয়! ৩ জুলাই থেকে কলকাতা মেট্রো চালুতে 'না' কর্তৃপক্ষের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : এখনই মেট্রো চালানো সম্ভব নয়। রাজ্যে কোভিড ১৯-এর যা পরিস্থিতি, তাতে এখনই মেট্রো চালানো সম্ভব। রাজ্য সরকারকে সাফ জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। 

রাজ্যে মেট্রো চালানো সম্ভব কিনা, তা নিয়ে সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন মেট্রো রেলের আধিকারিকরা। সমস্ত দিক বিবেচনা করে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ রাজ্যকে জানিয়ে দেয় যে আগামী ১২ আগস্টের আগে মেট্রো চালানো সম্ভব নয় । প্রসঙ্গত, এর আগেই রেল বোর্ডের সঙ্গে কেন্দ্র বৈঠকের পর জানিয়ে দিয়েছে যে আগামী ১২ আগস্টের আগে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়।

করোনা পরিস্থিতিতে মেট্রো চালুর ক্ষেত্রে সোশ্যাল ডিস্ট্যান্সিং কতটা মানা সম্ভব? যতগুলি আসন শুধু ততসংখ্যক যাত্রী, এমন নিয়ম বলবৎ করা সম্ভব কিনা? মেট্রো রেকের প্রতি দরজায় আরপিএফ মোতায়েন সম্ভব কিনা? প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয় আজকের বৈঠকে।

আরও পড়ুন, মন্দারমণিতে তিমি! কীভাবে মৃত্যু বিশালকার 'প্রশান্তমহাসাগরীয়' তিমির? জানালেন বিশেষজ্ঞরা

.