গাড়ি পার্কিং নিয়ে বচসা, মুখ্যমন্ত্রীর পাড়ার অদূরেই মেরে যুবকের চোখ ফাটাল দুষ্কৃতীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তা থেকে সংঘর্ষ হয়। প্রতিবাদ করতে গেলে বছর এক বৃদ্ধকে হুমকি দেওয়া হয়।একই সঙ্গে বৃদ্ধ'র ছেলে কে মারধর করা হয় বলে অভিযোগ।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Sep 17, 2020, 10:48 AM IST
গাড়ি পার্কিং নিয়ে বচসা, মুখ্যমন্ত্রীর পাড়ার অদূরেই মেরে যুবকের চোখ ফাটাল দুষ্কৃতীরা
ছবি-রণয় তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর পাড়ার ঢিল ছোড়া দূরত্বে কালিঘাট রোডে ঝামেলা। মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ।১০০ ডায়েল করে লালবাজারে ফোন করে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তা থেকে সংঘর্ষ হয়। প্রতিবাদ করতে গেলে বছর এক বৃদ্ধকে হুমকি দেওয়া হয়।একই সঙ্গে বৃদ্ধ'র ছেলে কে মারধর করা হয় বলে অভিযোগ।

ঠিক কী ঘটেছিল?

 জানা গিয়েছে ৩৬৬ কালিঘাট রোডে থাকেন বছর ৬৭র বৃদ্ধ সজল সাহা। বুধবার রাতে তাঁর বাড়ির সামনে গাড়ি পার্কিং করাকে নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সজলবাবু। সেই সময় সজলবাবুর ছেলে সঞ্জয় সাহা বাইকে করে বাড়ির দিকে আসছিলেন। অভিযোগ, ওই যুবকরা সঞ্জয়কে বেধড়ক মারধর করে।

'করোনাকে দূরে সরিয়ে পুজো সবার আনন্দে কাটুক', ট্যুইটে মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ঘটনার জেরে চোখে গুরুতর চোট পান সঞ্জয়। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃদ্ধের মেয়ে সোমা দে বলেন,  "আমি ১০০ ডায়াল করে পুলিসকে জানাই বিষয়টি।" সকালেও একদল পুরুষ-মহিলা এসে ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ। আতঙ্কিত পরিবার।

.