Mobile App Fraud: মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডে গ্রেফতার ২, মিলল আরও ২০ কোটির হদিশ
গত ২৮ সেপ্টম্বর সল্টলেকের সেক্টর ফাইভে হানা দেয় কলকাতা পুলিস। সল্টলেকের অফিসে পাওয়া যায় একটি সিম বক্স ও সার্ভার। তল্লাশিতে পাওয়া যায় ২ হাজার সিম কার্ড। প্রায় ২ হাজার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট
পিয়ালি মিত্র: সম্প্রতি সল্টলেকের একটি অফিসে হানা দিয়ে ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিস। তার মধ্যে ১২০০ অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে ২০ কোটি টাকা। বাকী ৪০০ অ্যাকাউন্টে আরও টাকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই ঘটনায় শাহরিয়ায় ও ওয়াহিদ নামে ২ যুবককে বিহার থেকে গ্রেফতার করল পুলিস। শাহরিয়ারকে গার্ডেনরিচের আমির খানের ডানহাত বলে মনে করা হচ্ছে। এফআইআরেও নাম ছিল শাহরিয়ারের। এখনওপর্যন্ত অ্যাপ প্রতারণাকাণ্ডে মোট ৮ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিস।
আরও পড়ুন-Mobile App Fraud: দুবাইয়ে বসেই নিয়ন্ত্রণ! মিলল মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডের কিং পিনের হদিস
গত ২৮ সেপ্টম্বর সল্টলেকের সেক্টর ফাইভে হানা দেয় কলকাতা পুলিস। সল্টলেকের অফিসে পাওয়া যায় একটি সিম বক্স ও সার্ভার। তল্লাশিতে পাওয়া যায় ২ হাজার সিম কার্ড। প্রায় ২ হাজার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট পাওয়া গিয়েছে। মেলে বিপুল ডেবিট কার্ড। তদন্তকারীদের বক্তব্য মোবাইল অ্যাপের মাধ্যমে যাদের প্রতারণা করা হতো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের কাজ সল্টলেকের অফিস থেকে করা হতো।
প্রতারণাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে গোটা একটি চক্র। ওই চক্রের মাথা শুভজিত্ শ্রীমণি। বর্তমানে দুবাইয়ে বসে রয়েছে শুভজিত্। বিদেশে বসেই রিমোট কন্ট্রোলে ওই কাণ্ড করতে শুভজিত্, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তার সঙ্গে গার্ডেনরিজের আমির খানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছিল শুভজিত্, আমির ছাড়াও ওই প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত।
গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের পরই বেরিয়ে এসেছিল তার ছেলের কীর্তি। তদন্তে বেরিয়ে আসে মোবাইল অ্য়াপের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যবসায়ী নিসার খানের ছেলে আমির খান। তার বাড়ি থেকে উদ্ধার হয় ১৭ কোটি টাকা।