পরিবহণমন্ত্রীর কড়া বার্তার পর সুর নরম মালিকদের, শনিবার থেকে রাস্তায় আরও বাস

অনেকটাই স্বস্তি পাবেন  যাত্রীরা।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jul 9, 2021, 03:57 PM IST
পরিবহণমন্ত্রীর কড়া বার্তার পর সুর নরম মালিকদের, শনিবার থেকে রাস্তায় আরও বাস

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে গণ পরিবহণকে সচল করতে কড়া বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত ভাড়া না বাড়ানোর প্রশ্নে অনড় নবান্ন। অবশেষে সুর নরম করলেন বেসরকারি বাস মালিকরা। বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে,  আগামিকাল অর্থাৎ শনিবার থেকে রাস্তায় নামছে আরও সাড়ে তিন হাজার বাস। ফলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন।

 ১ জুলাই থেকে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ফের সরকারি ও বেসরকারি বাস চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বাস চলছে। কিন্তু হাতে গোনা কয়েকটি রুট বাদ দিলে এখনও পর্যন্ত রাস্তায় কার্যত দেখা নেই বেসরকারি বাসের। কেন? বাসমালিকদের দাবি, পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। ভাড়া না বাড়ালে বাস নামানো সম্ভব নয়। ফলে যাত্রী চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন: Cabinet Expansion: কোন রাজ্য থেকে কত মন্ত্রী, টুইটে তোপ Derek-এর, পালটা খোঁচা Dilip-এর

সোমবার বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।  তাঁর স্পষ্ট বার্তা, 'জনস্বার্থে আগে রাস্তায়  বাস নামবে, তারপর ভাড়া বৃদ্ধির দাবি বিবেচনা করা হবে'। নিজেদের অবস্থানে অনড় ছিলেন বাসমালিকরা। তাঁদের পাল্টা বক্তব্য ছিল,  'যাত্রীরা বেশি ভাড়া দিতে চাইছেন। বাস পেয়ে পরিত্রাণ পেতে চাইছেন। অথচ রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না'! ফলে ঘণ্টা দেড়ের বৈঠকেও জট কাটেনি। এদিকে যেদিন বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন পরিহণমন্ত্রী, সেদিন আবার নবান্ন থেকে আপাতত ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

তাহলে? এদিন কলকাতা-সহ ১৩ টি জেলায় বৈঠকে বসেন বেসরকারি বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার যদি এখন ভাড়া ভাড়াতে রাজি না হয়, তাহলে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও দূরপাল্লা বাসের ক্ষেত্রে টোল ট্যাক্স আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে পরিবহণমন্ত্রী। শুধু তাই নয়, আগামিকাল অর্থাৎ শনিবার থেকে রাস্তায় নামবে আরও বাসও।

আরও পড়ুন: Fake Vaccine Case: স্বস্তিতে রাজ্য সরকার, সিবিআই তদন্তের দাবি খারিজ হাইকোর্টের

প্রসঙ্গত,  বুধবার বিধানসভায় বাজেট পেশ করেছে সরকার। কোভিড পরিস্থিতিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত কর মকুব করা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে আলোচনার রাস্তা খোলা রাখতেই বেসরকারি মালিকরা সুর নরম করলেন বলে মনে করা হচ্ছে।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.