দাবি না মানা পর্যন্ত মেয়ের দেহ সত্‍কার করবেন না, জানালেন নির্যাতিতার বাবা

মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরীর দেহ সত্‍কার নিয়ে ফের জটিলতা তৈরি হল। মেয়ের মৃত্যুর পর দুষ্কৃতী আতঙ্কে বাড়ি ঢুকতে ভয় পাচ্ছে পরিবার। এই অবস্থায় বাড়ি থেকে জিনিসপত্র এনে দেওয়ার জন্য পুলিসের কাছে তারা দাবি জানায়। যদিও, পুলিস এখনও জিনিসপত্র এনে দেয়নি।

Updated By: Jan 1, 2014, 03:21 PM IST

মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরীর দেহ সত্‍কার নিয়ে ফের জটিলতা তৈরি হল। মেয়ের মৃত্যুর পর দুষ্কৃতী আতঙ্কে বাড়ি ঢুকতে ভয় পাচ্ছে পরিবার। এই অবস্থায় বাড়ি থেকে জিনিসপত্র এনে দেওয়ার জন্য পুলিসের কাছে তারা দাবি জানায়। যদিও, পুলিস এখনও জিনিসপত্র এনে দেয়নি। (ছবিতে-মৃত নির্যাতিতা কিশোরীর মা)

নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, পুলিস তাঁর দাবি না মানা পর্যন্ত তিনি মেয়ের দেহ সত্‍কার করবেন না। এই মুহূর্তে সিটু অফিসে রয়েছে মৃতদেহ। দেহ নিয়ে মিছিলের পর নিমতলা শ্মশানে অন্ত্যেষ্টির কথা ছিল। রাজ্যপালের সঙ্গে দেখা করতে আজ রাজভবনে যান নির্যাতিতা কিশোরীর বাবা।

গতকাল আরজিকর হাসপাতালে মধ্যমগ্রামের নিগৃহীতা কিশোরীর মৃত্যু হয়৷ কিশোরীর শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছিল৷ এক সপ্তাহ ধরে চলছিল হাসপাতালে ভর্তি থাকার পর তার মৃত্যু হয়৷

.