কর আদায় করতে বিশেষ ব্যবস্থা

পুর এলাকার সব বাড়ি থেকে কর আদায় করতে বিশেষ ব্যবস্থা নিল বিধাননগর পুরসভা। এতদিন পুরসভার বিল্ডিং বিভাগের নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হত না। সেকারণে বিভিন্ন বাড়ির কর ধার্য করাও সম্ভবপর হত না।

Updated By: Nov 1, 2011, 03:02 PM IST

পুর এলাকার সব বাড়ি থেকে কর আদায় করতে বিশেষ ব্যবস্থা নিল বিধাননগর পুরসভা। এতদিন পুরসভার বিল্ডিং বিভাগের নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হত না। সেকারণে বিভিন্ন বাড়ির কর ধার্য করাও সম্ভবপর হত না। এবার থেকে প্রত্যেক বাড়িতে একটি ফর্ম বিলি করবে পুরসভা। বাড়ির বিবরণ পুরসভায় জমা দিতে হবে। তারপরই কর ধার্য করে তা বিল মারফত্‍‍‍ সংশ্লিষ্ট বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এতে পুরসভার আগ অনেকগুন বাড়বে বলে আশা প্রকাশ করেছেন পুরসভার চেয়ারম্যান।

.