NRS কুকুর নিধনকাণ্ডে জামিন পেল ধৃত ২ ছাত্রী
২ ছাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে না মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে ওই ২ ছাত্রী। কলেজে ঢোকার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।
নিজস্ব প্রতিবেদন: এনআরএস-এ কুকুর নিধনকাণ্ডে জামিন পেল অভিযুক্ত ২ ছাত্রী। ২০০০ টাকা রেজিস্টার সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে জামিন পেল তারা। তবে বুধবার রাতে তাদের জেল থেকে ছাড়া হচ্ছে না। বৃহস্পতিবার টিআই প্যারেড হবে। এদিকে, বুধবার বিকাল থেকেই কুকুরমুক্ত ক্যাম্পাসের দাবিতে এনআরএস-এ বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা।
আরও পড়ুন, ঘুম ভাঙতে দেরি, সাঁড়াশি ছুঁড়ে নাবালিকা পরিচারিকার মাথা ফাটালেন জয়েন্ট বিডিও-র স্ত্রী
২ ছাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে না মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে ওই ২ ছাত্রী। কলেজে ঢোকার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন, ঘর থেকে ৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, রাতভর তল্লাশিতে উদ্ধার খণ্ডবিখণ্ড দেহ
ওই ২ ছাত্রীর পাশাপাশি, তদন্ত কমিটির আতস কাঁচের তলায় রয়েছে আরও ৩ ছাত্রী। প্রিয়াঙ্কা দাস, সবিলা খাতুন ও দীপা ঘোষ নামে এই ৩ পড়ুয়া-ই তৃতীয় বর্ষের নার্সিং ছাত্রী। এনআরএস সূত্রে জানা গিয়েছে, বাকি এই ৩ ছাত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
হাসপাতাল চত্বরে সারমেয় নিধন কাণ্ডে এদিন দুপুরে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এনআরএস-এর সুপারের কাছে ৩ পাতার রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। আগামিকাল স্বাস্থ্যভবনে পাঠানো হবে এই রিপোর্ট।