রবিনসন স্ট্রিটের ছায়া! চেতলার ফ্ল্যাটে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

কয়েক বছর আগে কলকাতার রবিনসন স্ট্রিটে এমনই একটা ঘটনা সামনে এসেছিল।

Updated By: Apr 12, 2019, 11:43 PM IST
রবিনসন স্ট্রিটের ছায়া! চেতলার ফ্ল্যাটে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

নিজস্ব প্রতিবেদন: ফের কলকাতা শহরে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার কলকাতার দক্ষিণ শহরতলি থেকে উদ্ধার হল বৃদ্ধার পচগলা মৃতদেহ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেবা গুপ্ত। তাঁর বয়স প্রায় ৮৩ বছর। তিনি চেতলার একটি আবাসনের একতলায় থাকতেন। তাঁর সঙ্গেই থাকতেন তাঁর ছেলে সঞ্জীবশঙ্কর গুপ্ত।

আরও পড়ুন: ভোট শান্তিপূর্ণ, মানলেন দিলীপ; পুনর্ভোটের দাবিতে ধরনা মুকুলের

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার সন্ধ্যায় রেবাদেবীর ফ্ল্যাট থেকে পোড়া গন্ধ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা হয় যে হয়তো আগুন লেগেছে। তাঁরা ছুটে যান ওই ফ্ল্যাটে। সেখানে গিয়ে দেখেন পড়ে রয়েছে রেবাদেবীর মৃতদেহ। একেবারে পচগলা অবস্থায় ওই মৃতদেহ পড়েছিল বলে স্থানীয়দের দাবি।

এলাকার বাসিন্দারাই স্থানীয় থানায় খবর দেন। পুলিস যায় ঘটনাস্থলে। পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আপাতত ছেলেকে জেরা করছে পুলিস।

আরও পড়ুন: প্রথম দিনেই ভোটকে প্রহসনে পরিণত করার ইঙ্গিত পেলাম, আশঙ্কা বিমানের

পুলিস এখনও এ নিয়ে কিছু জানায়নি। তবে পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কবে ওই বৃদ্ধা মারা গেলেন? কীভাবে মারা গেলেন? মৃত্যুর পরও কেন কাউকে কিছু জানানো হল না? আপাতত এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস।

তাছাড়াও খতিয়ে দেখা হচ্ছে রেবাদেবী ও তাঁর ছেলের মধ্যে সম্পর্কের কোনও টানাপোড়েন ছিল কি না! এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ আছে কি না! এই ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির হাত আছে কি না!

আরও পড়ুন: অর্জুন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহারে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

প্রসঙ্গত, কয়েক বছর আগে কলকাতার রবিনসন স্ট্রিটে এমনই একটা ঘটনা সামনে এসেছিল। সেখানে একটি বাড়িতে এক বৃদ্ধকে অর্ধদগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তদন্তে নেমে পুলিস দেখে ওই বাড়িতে মানুষের একটি ও দুটি কুকুরের কঙ্কাল রয়েছে। পরে দেখা যায় ওই কঙ্কাল এক মহিলার। তাঁর মৃত্যু হয় ছমাস আগে। কিন্তু তার পরও মৃতার ভাই ওই কঙ্কাল আগলে পড়েছিল।

আরও পড়ুন: মতামত: বঙ্গ রাজনীতিতে তারকা, 'শেষ পাতে চাটনি'

পরে বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের ছেলে মানে মৃতার ভাইয়ের মানসিক অবস্থা ভালো নয় বলে জানা যায়। এর পর ওই মানসিক চিকিত্সা হয় ওই ব্যক্তির। কিন্তু কয়েক বছর পর তাঁরও অস্বাভাবিক মৃত্যু হয়।

.