Partha Chatterjee: 'বিচারব্যবস্থা নিয়ে কোনও কথা বলব না'

শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে CBI হাজিরার নির্দেশ, পাল্টা স্থগিতাদেশ।  

Updated By: Apr 12, 2022, 08:00 PM IST
Partha Chatterjee: 'বিচারব্যবস্থা নিয়ে কোনও কথা বলব না'

নিজস্ব প্রতিবেদন: আপাতত স্বস্তি। শিক্ষক নিয়োগ মামলায় (SSC Recruitment Case) যখন CBI দফতরে হাজিরায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তখন প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

রাজ্যে শিক্ষক নিয়োগে 'বেনিয়ম'। মামলা চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। স্রেফ নবম-দশম শ্রেণিতে অঙ্ক শিক্ষক নিয়োগ মামলায় CBI- তদন্তই নয়, এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আদালতের নির্দেশ, বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজিরা দিতে হবে। কোনওভাবেই হাজিরা এড়ানোর জন্য SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: 'কবি'র লড়াই: কবিতায় পরস্পরকে বিঁধলেন রুদ্র-মদন

মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। CBI দফতরে হাজিরায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বিচারব্যবস্থা নিয়ে কোনও কথা বলব না। আইন আইনের পথে চলবে'।  

আরও পড়ুন: Calcutta High Court: রোস্টার না বদলালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস 'বয়কট', সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের একাংশের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.