কান ঘেঁষে চলে গেছে মৃত্যু, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না
কান ঘেঁষে চলে গেছে মৃত্যু। মাত্র কয়েক সেকেন্ডের ফারাক। রাস্তায় ট্রাফিক সিগন্যালের এপার আর ওপার। তাই বাঁচিয়ে দিল প্রাণ। পোস্তার বাসিন্দা রাজকুমার সোনকার এবং তাঁর ভাই মানব মালিক এখনও ভেবে পাচ্ছেন না, কী করে মৃত্যুকে এড়ালেন তাঁরা!
ওয়েব ডেস্ক: কান ঘেঁষে চলে গেছে মৃত্যু। মাত্র কয়েক সেকেন্ডের ফারাক। রাস্তায় ট্রাফিক সিগন্যালের এপার আর ওপার। তাই বাঁচিয়ে দিল প্রাণ। পোস্তার বাসিন্দা রাজকুমার সোনকার এবং তাঁর ভাই মানব মালিক এখনও ভেবে পাচ্ছেন না, কী করে মৃত্যুকে এড়ালেন তাঁরা!
আতঙ্ক পিছু ছাড়ছে না। উড়ালপুল ভেঙে পড়ার মুহুর্তে দুজনের পালানোর সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। তাঁরা নিজেরাও সেটা বারবার দেখছেন। যেন এখনও বিশ্বাস করার চেষ্টা করছেন, প্রাণটা যায়নি। বরাত জোরে বেঁচে ফিরেছেন আরেক জনও। মাহেশ্বরী গার্লস স্কুলের ক্লাস ফোরের ছাত্রী আর্চি জৈন। কোচিংয়ে যাওয়ার পথে সেও ওই সময় রাস্তায় সিনগ্যালে দাঁড়িয়ে ছিল। ব্রিজ ভাঙতে দেখে ব্যাগ ফেলেই প্রাণপণে ছুটে পালায় সে। পরে উদ্ধার হয়েছে সেই ব্যাগ-বইপত্র। আতঙ্কিত আর্চিকে ক্যামেরার সামনে আসতে দিতে নারাজ তাঁর পরিবার।