কলকাতা শহরে গ্রেফতার বড়সড় জুয়া চক্রের পাণ্ডারা

কলকাতা শহরে গ্রেফতার বড়সড় জুয়া চক্রের পাণ্ডারা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ক্যামাক স্ট্রিটের একটি অভিজাত ক্লাবে অভিযান চালায় পুলিস। সেখানে পোকার গেমের আড়ালে জুয়া চক্র চলত বলেই অভিযোগ। সেখানে পৌঁছে তল্লাসি চালিয়ে নগদ সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিস। এছাড়াও উদ্ধার প্রচুর পরিমাণে আর্থিক নথি।

Updated By: Oct 14, 2016, 12:39 PM IST
 কলকাতা শহরে গ্রেফতার বড়সড় জুয়া চক্রের পাণ্ডারা

ওয়েব ডেস্ক: কলকাতা শহরে গ্রেফতার বড়সড় জুয়া চক্রের পাণ্ডারা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ক্যামাক স্ট্রিটের একটি অভিজাত ক্লাবে অভিযান চালায় পুলিস। সেখানে পোকার গেমের আড়ালে জুয়া চক্র চলত বলেই অভিযোগ। সেখানে পৌঁছে তল্লাসি চালিয়ে নগদ সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিস। এছাড়াও উদ্ধার প্রচুর পরিমাণে আর্থিক নথি।

আরও পড়ুন সরকারের অনুমান আজ রেড রোডে ৫০ হাজারের বেশি দর্শক আসবেন

যার আনুমানিক মূল্য হবে পঞ্চান্ন হাজার টাকা। ঘটনায় ক্লাবের ম্যানেজার, অংশীদার সহ মোট বত্রিশজনকে গ্রেফতার করা হয়। সকলের বিরুদ্ধে শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের হয়েছে। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে।

আরও পড়ুন  নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ কবে, কোথায় জানুন

.