ছুটির দিনে চিড়িয়াখানায় বিদ্যুত বিভ্রাট

Updated By: Jan 4, 2015, 03:37 PM IST

ছুটির দিনে চিড়িয়াখানায় বিদ্যুত বিভ্রাট। আজ  সকাল নটা থেকে প্রায় তিনঘণ্টা চিড়িয়াখানায় বিদ্যুত ছিল না। বিদ্যুত্ না থাকায় ট্যাঙ্কে জল তোলা সম্ভব হয়নি। ফলে কিছুক্ষণের মধ্যেই জলশূণ্য হয়ে পড়ে চিড়িয়াখানা। বছরের প্রথম রবিবার হওয়া  চিড়িয়াখানায় ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শক। চরমে বিপাকে পড়েন তাঁরা। বিদ্যুত্ বিভ্রাটের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ CESE-র ওপরই দায় চাপিয়েছে। প্রায় তিনঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, আজ, রবিবার চিড়িয়াখানায় বেশ ভিড় হল। মেঘলা আবহাওয়ার মাঝেও উত্‍সাহের ঘাটতি ছিল না। শুধু চিডি়য়াখানাই নয় ভিক্টোরিয়া, সায়েন্স সিটিতেও জনসমাগম ছিল চোখে পড়ার মত।

.