পুলিস লেখা লাল বাইক চেপে সিজিও কমপ্লেক্সে গিয়ে সাড়ে তিন ঘণ্টার ইডি জেরা সারলেন শঙ্কুদেব
সাড়ে তিনঘণ্টার জেরা শেষে সিজিও কমপ্লেক্স ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা। ইডি সূত্রে খবর তাঁর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তাঁকে বেশকিছু নথিও জমা দিতে বলা হয়েছে। তবে, জেরা শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি শঙ্কু। রীতিমতো কর্ডন করে তাঁকে গাড়িতে তুলে দেয় পুলিস।
ওয়েব ডেস্ক: সাড়ে তিনঘণ্টার জেরা শেষে সিজিও কমপ্লেক্স ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা। ইডি সূত্রে খবর তাঁর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তাঁকে বেশকিছু নথিও জমা দিতে বলা হয়েছে। তবে, জেরা শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি শঙ্কু। রীতিমতো কর্ডন করে তাঁকে গাড়িতে তুলে দেয় পুলিস।
এর আগে আজ সকালে পুলিস লেখা লাল বাইকে চেপে, মুখে কালো শাল চাপা দিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন শঙ্কু। তৃণমূলের ওই ছাত্রনেতা কীভাবে এখন সময় চ্যানেলের ইনপুট এডিটর হয়েছিলেন? কর্মী না হয়েও কেন সংবাদ প্রতিদিনের বেতনভুক ছিলেন তিনি? কেনই বা সংবাদ প্রতিদিন টেলিভিশন প্রাইভেট লিমিটেড থেকে ভাতা পেতেন, আজ মূলত সেইসব প্রশ্নই করা হয় তৃণমূলের সাধারণ সম্পাদককে।