নাগরকিত্বের রোল কলে অনুপস্থিতি থাকতে পারে, লড়াইয়ে নেই, JU-তে ইস্তাহারে SFI
নাগরিকত্বপঞ্জি ও নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু থেকে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়ারা।
নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটেও প্রাসঙ্গিক হয়ে উঠল এনআরসি-সিএএ। সিপিএমের ছাত্র সংগঠনে নির্বাচনী ইস্তাহারে জ্বলজ্বল করছে,'পোস্টারে আছি, আছি পার্কসার্কাসে। সবার সাথে আছি, সব্বাইকে নিয়ে থাকার জন্য। নাগরকিত্বের রোল কলে আমাদের অ্যাবসেন্ট মার্ক থাকতে পারে, লড়াইয়ের জাতীয়পঞ্জিতে নেই।'
নাগরিকত্বপঞ্জি ও নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু থেকে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়ারা। মিটিং মিছিলও হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট। তার আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল SFI। ওই ইস্তাহারে রয়েছে একগুচ্ছ দাবিদাওয়া। তার সঙ্গে ইস্তাহারে দাবি করা হয়েছে,''এখন ঠিকঠাক বিস্কুটও বিক্রি হচ্ছে না। যারা কিনতে পারি না তাদের জন্যই তৈরি হচ্ছে কারাগার। কখনো তার নাম কাশ্মীর কখনো ডিটেনশন ক্যাম্প। আমি মানুষ, দেশ আমার জন্ম থেকেই আছে । যা নেই তা হল লেখাপড়া, রুটিরুজি, বিনোদনের অবকাশ। যা নেই সেটা চাই।''
এরসঙ্গে রয়েছে প্রতিটি ফ্লোরে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন, পরিশ্রুত পানীয় জল, খেলার মাঠের দ্রুত সংস্কার মতো দাবিও। এর পাশাপাশি মানসিক বা শারীরিক নির্যাতন রুখতে অ্যাপের দাবিও করেছে এসএফআই।
বলে রাখি, আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুরে ছাত্র সংসদের নির্বাচন। চিরাচরিতভাবেই ওই বিশ্ববিদ্যালয় বামপন্থীদের ঘাঁটি। সাম্প্রতিককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খলা। বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাবুল। তখনই এবিভিপি-র অস্তিত্বের আভাস মিলেছিল। এবার আরও বড় চমক দিল গেরুয়া ছাত্র সংগঠন। কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্ট্রাল প্যানেলে ও সিআর পদে মনোনয়ন পেশ করেছেন এবিভিপি প্রার্থীরা। কলা বিভাগের ৪০টি আসন ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা। এর আগে কখনও দলীয় প্রতীকে সরাসরি লড়াইয়ে নামেনি এবিভিপি। জাতীয়তাবাদী সংগঠনের আড়ালে একটি বা দুটি আসনেই লড়াই সীমাবদ্ধ থেকেছে ভোটযুদ্ধ। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে এবার যাদবপুরেও এবার ঢুকে পড়ল গেরুয়া হাওয়া। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার কলা বিভাগ ও ইঞ্জিনিয়ার বিভাগের সিপি, জিএস, এজিএস ডে, এজিএস ইভিনিং-সব পদেই প্রার্থী দিয়েছে ABVP।
আরও পড়ুন- যস্মিন দেশে যদাচার! যাদবপুরে ছাত্রীদের জন্য ন্যাপকিন-ভেন্ডিং মেশিন দাবি ABVP-র