শোভাবাজার রাজবাড়ির পুজো এবারও জমজমাট

কুমারী পুজো হয়না। অষ্টমীতে পাঁঠা বলিও বহুদিন বন্ধ হয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়িতে। বদলে বলি দেওয়া হয় আখ, মাগুর মাছ আর চালকুমড়ো। অষ্টমীর দিন পুজোর পর ঠাকুরদালানের বাইরের একটি জায়গায় চালকুমড়ো বলি হয়। এরপর আরতি। শেষে পুষ্পাঞ্জলি।  রীতি মেনে শোভাবাজার রাজবাড়িতে অন্নভোগ হয় না। দেওয়া হয় নানা রকমের মিষ্টি।

Updated By: Oct 9, 2016, 02:13 PM IST
 শোভাবাজার রাজবাড়ির পুজো এবারও জমজমাট

ওয়েব ডেস্ক: কুমারী পুজো হয়না। অষ্টমীতে পাঁঠা বলিও বহুদিন বন্ধ হয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়িতে। বদলে বলি দেওয়া হয় আখ, মাগুর মাছ আর চালকুমড়ো। অষ্টমীর দিন পুজোর পর ঠাকুরদালানের বাইরের একটি জায়গায় চালকুমড়ো বলি হয়। এরপর আরতি। শেষে পুষ্পাঞ্জলি।  রীতি মেনে শোভাবাজার রাজবাড়িতে অন্নভোগ হয় না। দেওয়া হয় নানা রকমের মিষ্টি।

আরও পড়ুন বিরাটের ডাবল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পথে রাহানেও!

খাজা, গজা, নারকেল ছাপা তো থাকেই, থাকে নারকেল ও ক্ষীর দিয়ে তৈরি বিশেষ এক ধরনের মিষ্টি, যার নাম আদা। থাকে চাল ও ফলের নৈবেদ্য। সকালের আচার বলতে এটুকুই। বিকেলে রাজবাড়ির সন্ধিপুজো আর সন্ধ্যারতি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ।

আরও পড়ুন  বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?

.