Kolkata: লাইসেন্সবিহীন জয়রাইড, দুর্ঘটনার কবলে মেটিয়াবুরুজের ৬ নাবালক

মেটিয়াবুরুজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে হেস্টিংসের সামনে থেকে তারা এ জে সি বোস ফ্লাইওভারের রাস্তা ধরে

Updated By: Dec 16, 2021, 09:02 AM IST
Kolkata: লাইসেন্সবিহীন জয়রাইড, দুর্ঘটনার কবলে মেটিয়াবুরুজের ৬ নাবালক
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতার বুকে আবার গাড়ি দুর্ঘটনা। লাইসেন্সবিহীন শখের গাড়ি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা মারল গাড়ি। চালক সহ ছয় যাত্রীর মধ্যে সকলেই নাবালক।

আরও পড়ুন: Katwa: প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিককে লক্ষ করে গুলি প্রেমিকার

লাইসেন্স পাওয়ার বয়েসের আগেই শখের গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হল ছয় নাবালক। মেটিয়াবুরুজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে হেস্টিংসের সামনে থেকে তারা এ জে সি বোস ফ্লাইওভারের রাস্তা ধরে। এরপরেই একটি নামকরা হটেলের সামনে পৌঁছে নিয়ন্ত্রন হারায় গাড়িটি। ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা মেরে রাস্তা আটকে দাঁড়িয়ে পরে গাড়িটি। এরফলে প্রায় পনেরো মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ফ্লাইওভারে। 

আরও পড়ুন: Video: পরকীয়ার জের! ভরসন্ধেয় রাস্তায় দুই মহিলার 'চুলোচুলি'

পুলিস সূত্রে জানা গেছে জয়রাইডে বেরনো ওই ছয় নাবালকের মধ্যে একজনের আঘাত অন্যদের তুলনায় গুরুতর। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।   

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.