যাত্রীর থেকে মোবাইল ফোন আর সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওলাচালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে

ফের কাঠগড়ায় ওলাচালক। এবার এক যাত্রীর থেকে মোবাইল ফোন আর সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ওলাচালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে। আক্রান্ত বেনিয়াপুকুরের বাসিন্দা এক অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তি। কিড স্ট্রিট থেকে বালিগঞ্জ যাওয়ার জন্য ওলা বুক করেন তিনি। ভুল করে ট্যাক্সিতে মোবাইল ফোনটি ফেলে চলে আসেন আন্দ্রে মিশেল। ওলা বুকিং থেকে চালক রাধেশ্যাম যাদবের নম্বর পান তিনি। আন্দ্রেকে হাওড়ার মল্লিকফটকে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁর অন্য মোবাইল ও সোনার হার ছিনতাই করা হয় বলে অভিযোগ। ঘটনায় ওলাচালক রাধেশ্যাম যাদব ও গাড়ির মালিক চন্দন রায়কে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিস।

Updated By: Nov 15, 2016, 08:47 AM IST
যাত্রীর থেকে মোবাইল ফোন আর সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওলাচালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: ফের কাঠগড়ায় ওলাচালক। এবার এক যাত্রীর থেকে মোবাইল ফোন আর সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ওলাচালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে। আক্রান্ত বেনিয়াপুকুরের বাসিন্দা এক অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তি। কিড স্ট্রিট থেকে বালিগঞ্জ যাওয়ার জন্য ওলা বুক করেন তিনি। ভুল করে ট্যাক্সিতে মোবাইল ফোনটি ফেলে চলে আসেন আন্দ্রে মিশেল। ওলা বুকিং থেকে চালক রাধেশ্যাম যাদবের নম্বর পান তিনি। আন্দ্রেকে হাওড়ার মল্লিকফটকে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁর অন্য মোবাইল ও সোনার হার ছিনতাই করা হয় বলে অভিযোগ। ঘটনায় ওলাচালক রাধেশ্যাম যাদব ও গাড়ির মালিক চন্দন রায়কে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিস।

আরও পড়ুন ব্যাঙ্কে বড় অঙ্কের জমার ওপর নজর রাখছে আয়কর দফতর

আরও পড়ুন বিনামূল্যে স্মার্টফোন চাই! জেনে নিন কীভাবে পাবেন

.