আগামিকালই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টমি, একদিন অন্তর অন্তর ডায়ালিসিস

রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে সমস্যা থাকায় প্লাজমাফেরেসিস করার কথাও ভাবা হচ্ছে।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Nov 10, 2020, 09:57 PM IST
আগামিকালই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টমি, একদিন অন্তর অন্তর ডায়ালিসিস
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : একদিন অন্তর অন্তর নিয়মিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিলেন চিকিত্সকরা। পাশাপাশি চলছে ট্রাকিওস্টমির প্রস্তুতিও। কিডনি সমস্যার কারণেই নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। একইসঙ্গে আগামিকাল ট্রাকিওস্টমি করার চেষ্টা করবেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, কিডনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। তবে রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকের দল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেখাশোনা করছেন, তাদের পরামর্শ অনুযায়ী প্লাজমাফেরেসিস করার কথাও ভাবা হচ্ছে। সবদিক বিবেচনা করেই তারপর তা শুরু করা হবে বলে জানা গিয়েছে।

তবে আগামিকালই ট্রাকিওস্টমি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। আগামিকাল সকাল থেকে দুপুরের মধ্যে ট্রাকিওস্টমি করা হবে। চিকিত্সকরা জানাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীররিক অবস্থা একইরকম আছে। স্থিতিশীল। নতুন করে কোনও অবনতি হয়নি। মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী এখন ৮ থেকে ৯-এর কাছাকাছি রয়েছে।

আরও পড়ুন, সুস্থতার হার বেড়ে ৯০ শতাংশ, রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে বেশি সুস্থের সংখ্যা

.