উচ্চ শিক্ষায় এবার ৪৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করছে রাজ্য

উচ্চ শিক্ষায় এবার ৪৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে চূড়ান্ত অনুমোদনদেওয়া হয়। ২০১৫-১৬ শিক্ষা বর্ষ থেকে রাজ্যে এই সংরক্ষণ ব্যবস্থা চালু হচ্ছে। তবে এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে।

Updated By: Dec 16, 2013, 09:08 PM IST

উচ্চ শিক্ষায় এবার ৪৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে চূড়ান্ত অনুমোদনদেওয়া হয়। ২০১৫-১৬ শিক্ষা বর্ষ থেকে রাজ্যে এই সংরক্ষণ ব্যবস্থা চালু হচ্ছে। তবে এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে।

চলতি বছরে উচ্চশিক্ষায় সংরক্ষণ সংক্রান্ত বিল আনা হয় রাজ্য বিধানসভায়। ওই বিলে বলা হয়েছে, তফসিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার উচ্চ শিক্ষায় আসন সংরক্ষণ করবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়।

ঠিক হয়েছে তফসিলি জাতিদের জন্য বাইশ শতাংশ। তফসিলি উপজাতিদের জন্য ছয় শতাংশ।
ওবিসি-এ ক্যাটাগরির জন্য দশ শতাংশ।
ওবিসি-বি ক্যাটাগরির জন্য সাত শতাংশ আসন সংরক্ষণ থাকবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে একটি সাধারণ পুলিস কর্মীদের জন্য রাজ্য সরকারে আবাসন নিগম তৈরির সিদ্ধান্ত। ওই নিগমের মাধ্যমে সরকার পুলিস কর্মীদের বিনামূল্যে আবাসন তৈরির জমি দেবে। সেই জমিতে মালিকানা ভিত্তিক আবাসন তৈরি করতে পারবেন পুলিসকর্মীরা।

মন্ত্রিসভার বৈঠকে, ১০০ জন বৃদ্ধা বা অসুস্থ যৌনকর্মী এবং যৌনকর্মীদের ৫০ জন কন্যার জন্য অনুদান প্রকল্প চালুরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

.