ধর্মীয় ভাবাবেগে আঘাত! শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে কবির। (কবিতার জন্য নিশানায় কবি, এফআইআর দায়ের হল শ্রীজাতর বিরুদ্ধে)

Updated By: Mar 23, 2017, 09:12 AM IST
ধর্মীয় ভাবাবেগে আঘাত! শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

ওয়েব ডেস্ক: কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে কবির। (কবিতার জন্য নিশানায় কবি, এফআইআর দায়ের হল শ্রীজাতর বিরুদ্ধে)

জনৈক কলেজছাত্রের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা। ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ২৯৫-এ ও তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা করা হয়েছে। যদিও আইনজীবীরা বলছেন, গ্রেফতার করার বিষয়টি তদন্তকারীদের বিচারসাপেক্ষ। তবে অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৩ বছরের কারাবাস হতে পারে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। (কবিতার জন্য কবির বিরুদ্ধে FIR, অনুশোচনা নেই শ্রীজাত'র

 

.