'চাকরি চাই', মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ SSC পরীক্ষার্থীদের

 বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিসের সঙ্গে।

Reported By: কমলাক্ষ ভট্টাচার্য | Updated By: Mar 23, 2021, 06:11 PM IST
'চাকরি চাই', মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ SSC পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদন : ফের বিক্ষোভে সামিল SSC পরীক্ষার্থীরা। চাকরির দাবিতে এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তার উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাটি ঘটেছে কালীঘাট রোডে। 

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে কোথাও লেখা, 'চাকরি চাই'। কোথাও লেখা, 'চাকরি না পেয়ে আমরা পুনরায় মুখ্যমন্ত্রীর দুয়ারে'। প্রসঙ্গত, চাকরির দাবিতে SSC পরীক্ষার্থীদের বিক্ষোভ এই নতুন নয়। এর আগেও বহুবার বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিস। বিক্ষোভকারীদের হঠাতে চেষ্টা করে। সেইসময় ধস্তাধস্তি বেঁধে যায় পুলিসের সঙ্গে। প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। শেষমেশ বিক্ষোভকারীদের হঠাতে সক্ষম হয় পুলিস। ভ্যানে তুলে তাদের লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন, নন্দীগ্রামে ৪টি বাড়িতে 'বহিরাগত দুষ্কৃতীদের' জড়ো করছেন শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের

.