জঙ্গি শ্রমিক আন্দোলন বরদাস্ত করা হবে না, ভদ্রেশ্বর জুটমিল কাণ্ডের পর কড়া হুঁশিয়ারি মমতার

জঙ্গি শ্রমিক আন্দোলন বরদাস্ত করা হবে না। ভদ্রেশ্বর জুটমিল কাণ্ডের নিন্দা করে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রায়দিঘির ঘটনা পূর্বপরিকল্পিত। দুটি ঘটনা নিয়েই আজ উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। সরকারি বিবৃতির প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বামেরা। শনিবার রাতে রায়দিঘিতে খুন হয়েছিলেন চার তৃণমূল কংগ্রে স কর্মী। রবিবার সকালে ভদ্রেশ্বরে পিটিয়ে খুন করা হয় জুটমিল সিইও এইচ কে মহেশ্বরীকে। দুটি ঘটনা নিয়েই সোমবার উত্তপ্ত হল বিধানসভা। প্রশ্ন উত্তর পর্ব শুরু হতেই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একটি বিবৃতি পেশ করেন।

Updated By: Jun 16, 2014, 06:02 PM IST

জঙ্গি শ্রমিক আন্দোলন বরদাস্ত করা হবে না। ভদ্রেশ্বর জুটমিল কাণ্ডের নিন্দা করে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রায়দিঘির ঘটনা পূর্বপরিকল্পিত। দুটি ঘটনা নিয়েই আজ উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। সরকারি বিবৃতির প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বামেরা। শনিবার রাতে রায়দিঘিতে খুন হয়েছিলেন চার তৃণমূল কংগ্রে স কর্মী। রবিবার সকালে ভদ্রেশ্বরে পিটিয়ে খুন করা হয় জুটমিল সিইও এইচ কে মহেশ্বরীকে। দুটি ঘটনা নিয়েই সোমবার উত্তপ্ত হল বিধানসভা। প্রশ্ন উত্তর পর্ব শুরু হতেই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একটি বিবৃতি পেশ করেন।

পরিষদীয় মন্ত্রীকে সমর্থন করেন সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূলের মন্ত্রী বিধায়করা। তুমুল প্রতিবাদ জানানো হয় বামেদের পক্ষ থেকে। বামেদের অভিযোগ, তদন্তের ঘটনার জন্য সিপিআইএম ও বিজেপি দায়ী কি করে বলে দেওয়া হল।

এরপরই বিধানসভা থেকে ওয়াক আউট করে সিঁড়িতে বিক্ষোভ দেখান বাম বিধায়করা।

কংগ্রেসের বক্তব্য,সরকারি বিবৃতির সঙ্গে জুটমিল মালিকের বক্তব্য মিলছে না। ভদ্রেশ্বরের ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন তাঁরা।

বামেরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখনই বিধানসভায় পৌছন মুখ্যমন্ত্রী। দুটি ঘটনা নিয়েই বিবৃতি দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দুটি ঘটনার ক্ষেত্রেই ইতিমধ্যেই বেশকয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

রায়দিঘির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৪০জন এক জায়গায় জড়ো হয়েছিল এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে।

ভদ্রশ্বরের ঘটনার নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ওই মিলে বিজেপি ও সিটুর ইউনিয়ন রয়েছে এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে। রাজ্যে কোনভাবেই জঙ্গি আন্দোলন বরদাস্ত করা হবে না বলেও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

.