Suvendu Adhikari: 'অ্যারেস্ট করলে কোর্টে পাঠাতে হবে, সেখানে নাকখত দিতে হবে', পুলিসকে নিশানা শুভেন্দুর

এদিন সল্টলেকে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়িতে হাজির হয়ে যায় বিশাল পুলিস বাহিনী

Updated By: Dec 19, 2021, 06:34 PM IST
Suvendu Adhikari: 'অ্যারেস্ট করলে কোর্টে পাঠাতে হবে, সেখানে নাকখত দিতে হবে', পুলিসকে নিশানা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরভোটের মধ্য়েই বিধাননগর পুলিসের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানগর পুলিসের তাঁকে আটকানোর কোনও এক্তিয়ারই নেই বলে সরব হন শিশির-পুত্র।

এদিন সল্টলেকে তাঁর বাসভবনে দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করছিলেন শুভেন্দু। সেই বৈঠক শেষ করে বাইরে বের হতেই তাঁকে আটকায় পুলিস। কলকাতা পুরভোট চলাকালীন তাঁদের কলকাতায় ঢুকতে বাধা দেয় পুলিস। এতেই তেতে ওঠেন শুভেন্দু।

পুলিসকে নিশানা করে শুভেন্দু বলেন, আমরা বলছি আমাদের অ্যারস্ট করে নিয়ে যান। কিন্তু তা তো ওরা করতে পারবে না। কারণ অ্যারেস্ট করলে তো আমাদের কোর্টে তুলতে হবে। কোর্ট পাঠালে তো নাকখত দিতে হবে। আমাদের আটকানোর ক্ষমতা রয়েছে কলকাতা পুলিসের। ওদের কোনও ক্ষমতাই নেই।

এদিন সল্টলেকে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়িতে হাজির হয়ে যায় বিশাল পুলিস বাহিনী। শুভেন্দুরা বাড়ি থেকে বের হতেই পুলিসের সঙ্গে বিজেপি নেতাদের বচসা বেধে যায়। পুলিসের সঙ্গে তর্ক জুড়ে দেন জয়প্রকাশ মজুমদার। বচসায় জড়ান শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন-ভোট শান্তিপূর্ণ, উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ: মুখ্যমন্ত্রী

এদিকে, শুভেন্দুর বাড়িতে পুলিস যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এক টুইট করে ধনখড় লেখেন, বিরোধী দলনেতা জানিয়েছেন বিধানগর পুলিস আমার বাড়ি ঘিরে রেখেছে। রাজ্য স্তরের নেতা সহ এখানে রয়েছেন মোট ২০ জন দলীয় নেতা। প্রসঙ্গত, আজ সন্ধে ৬টা নাগাদ রাজভবনে ধনখড়ের সঙ্গে বিজেপি প্রতিনিধিদলের সাক্ষাত হওয়ার কথা। সম্ভবত সেই বৈঠকে পুলিসের কথা তুলবে বিজেপি প্রতিনিধিদল।

অন্যদিকে, সল্টলেকে দলের বৈঠকে যেতে গিয়ে এমএলএ হোস্টেলে আটকে পড়েন ৮ বিজেপি বিধায়ক। অভিযোগ, এমএলএ হোস্টেলের গেটে তালা দিয়ে দেয় পুলিস। তাই তাঁরা বের হতে পারেননি। শেষপর্যন্ত পাঁচটার পর পর গেটের তালা খুলে দেওয়া হয়। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.