রাজ্যে ফের সোয়াইন ফ্লুতে মৃত্যু, মারা গেল বছর আড়াইয়ের শিশুর

রাজ্যে ফের সোয়াইন ফ্লুতে মৃত্যু এক শিশুর। সকাল পৌনে আটটা নাগাদ বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় বছর আড়াইয়ের তারান্নুমের। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই ভেন্টিলিশনে ভর্তি ছিল মুর্শিদাবাদের ভগবানগোলার এই শিশু। এই নিয়ে সোয়াইন ফ্লু সংক্রমণে  রাজ্যে মৃত্যু হল চারজনের।  লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।  

Updated By: Feb 22, 2015, 10:47 AM IST

ওয়েব ডেস্ক: রাজ্যে ফের সোয়াইন ফ্লুতে মৃত্যু এক শিশুর। সকাল পৌনে আটটা নাগাদ বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় বছর আড়াইয়ের তারান্নুমের। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই ভেন্টিলিশনে ভর্তি ছিল মুর্শিদাবাদের ভগবানগোলার এই শিশু। এই নিয়ে সোয়াইন ফ্লু সংক্রমণে  রাজ্যে মৃত্যু হল চারজনের।  লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।  

রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ জন। পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নিয়েছে স্বাস্থ্য দফতরও। বিসি রায় শিশু হাসপাতাল ও আইডি হাসপাতালে খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। তিনটি  ভেন্টিলেশন ইউনিটেরও বন্দোবস্ত করা হয়েছে বি সি রায় হাসপাতালে। 

.