গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা

পড়াতে হবে ছেলেকে। রাজি না হওয়ায় গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা। এঘটনা সল্টলেকের FC ব্লকের। অভিযুক্ত স্বপন বেজকে গ্রেফতার করেছে পুলিস। শিক্ষকের ছাত্র পেটানোর খবর আম। সল্টলেকে এবার উলটপুরান। ছেলেকে পড়াতে অস্বীকার শিক্ষকের। মাথায় চেয়ার ভাঙলেন বাবা।

Updated By: Feb 26, 2017, 09:05 PM IST
গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা

ওয়েব ডেস্ক: পড়াতে হবে ছেলেকে। রাজি না হওয়ায় গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা। এঘটনা সল্টলেকের FC ব্লকের। অভিযুক্ত স্বপন বেজকে গ্রেফতার করেছে পুলিস। শিক্ষকের ছাত্র পেটানোর খবর আম। সল্টলেকে এবার উলটপুরান। ছেলেকে পড়াতে অস্বীকার শিক্ষকের। মাথায় চেয়ার ভাঙলেন বাবা।

ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। কিন্তু, সামান্য এ প্রশ্নের উত্তর দিতে পারেনি। সুরজিত্‍বাবু বুঝে যান এ ছাত্রের আর যাই হোক ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টকে সেকথা বলেও দেন। সুরজিত্‍বাবু। বলেন বাবাকে জানাতে। তারপরই বিপত্তি। কথা কাটাকাটির মধ্যে আচমকাই চেয়ার তুলে সুরজিত্‍বাবুর মাথায় মারেন স্বপন বেজ। হতম্ভব হয়ে যান সুরজিত্‍বাবু। তারপর শুরু হয় কোচিং সেন্টারে ভাঙচুর।

আমচকা কেন হামলা? সুরজিত্‍বাবুর অভিযোগ, তাঁর কোচিং সেন্টারে হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং। পড়তে ছেলেকে ভর্তি করেন স্বপন বেজ। কিন্তু, তিনদিন পড়ানোর পরই সুরজিত্‍বাবু বুঝে যান ছেলেটির মেধা নেই। তাই অর্ধেক টাকা ফিরিয়ে দিতে চান। বলেন পড়ানো সম্ভব নয়। সেটাই মানতে পারেননি স্বপনবাবু। গোটা ঘটনায় হতভম্ব গৃহশিক্ষক সুরজিত্‍বাবু। ছাত্রের বাবা স্বপনকুমার বেজকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

.