দাবদাহে দগ্ধ দক্ষিণবঙ্গ

বৈশাখের শুরুতেই তাপমাত্রার পাদর চড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এই পরিস্থিতি থেকে স্বস্তি দিতে দেখা মেলেনি কালবৈশাখীর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে।

Updated By: Apr 19, 2012, 10:02 AM IST

বৈশাখের শুরুতেই তাপমাত্রার পাদর চড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এই পরিস্থিতি থেকে স্বস্তি দিতে দেখা মেলেনি কালবৈশাখীর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা অস্বাভাবিক বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থেকে থেকে বাড়ছে। এর ফলে গতকাল অস্বস্তি সূচক ৬৬ শতাংশে পৌঁছে যায়। যা স্বাভাবিকের থেকে ১১ শতাংশ বেশি।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সুন্দরবন ও দিঘায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

.